Realme Smartphones: ভারতে রিয়েলমি সংস্থা লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন রিয়েলমি জিটি ৬টি (Realme GT 6T)। রিয়েলমি সংস্থার 'জিটি' সিরিজের (Realme GT Series Phone) এই ফোন ভারতে লঞ্চ হবে আগামী ২২ মে। এই ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেট। এই ফোনের সঙ্গে রিয়েলমি বাডস এয়ার ৬ (Realme Buds Air 6) - এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসও (TWS Earbuds) ভারতে লঞ্চ হবে। রিয়েলমি 'জিটি' সিরিজের নতুন ফোনের আসল চমক থাকতে চলেছে এই ফোনের চার্জিং ফিচার (Charging Feature) এবং কুলিং সিস্টেমে (VC Cooling System)। বলা হচ্ছে, রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনের Rebadged Version হতে চলেছে রিয়েলমি জিটি ৬টি ফোন। 


রিয়েলমি জিটি ৬টি ফোনের VC Cooling সিস্টেম 


ফোন গরম হয়ে গেলে অতিরিক্ত তাপে ডিভাইসের ক্ষতি হতে পারে। তাই এই তাপ বের করার জন্য ফোনে থাকে VC Cooling সিস্টেম। এই ফিচার থাকলে সেই ফোন গেম খেলার জন্য আদর্শ হয়। কারণ গেম খেললে ফোন দ্রুত গরম হয়ে যায়। সেই তাপ ফোন থেকে বের করে ডিভাইস ঠান্ডা করার জন্য থাকে VC Cooling সিস্টেম। এই ডুয়াল VC Cooling সিস্টেমে একটি গ্লাস ব্যাক কভার দেখা যাবে ফোনে। গেম খেলার সময়ে ফোন ঠান্ডা রাখতে সাহায্য করে এই কুলিং সিস্টেম। রিয়েলমি জিটি ৬টি ফোনে একটি নতুন ধরনের VC Cooling সিস্টেম থাকতে চলেছে। ৯ স্তরীয় কুলিং ডিজাইন রয়েছে এখানে। এই প্রথম এত বড় ডুয়াল ভেপার চেম্বার দেখা যাবে রিয়েলমি জিটি ৬টি ফোনে। 


রিয়েলমি জিটি ৬টি ফোনের চার্জিং ফিচার 


এই ফোনে থাকতে চলেছে ১২০ ওয়াটের SUPERVOOC চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে ফোনে দ্রুত গতিতে চার্জ হয়ে যাবে। কম সময়ে অনেকটা পরিমাণ চার্জ পাবেন ইউজাররা। তার ফলে রাস্তাঘাটে এই ফোন ব্যবহার করা সহজ হবে। একটানা অনেকক্ষণ ব্যবহার করলেও সহজে ফোনের চার্জ শেষ হয়ে যাবে না। গেম খেলা কিংবা ভিডিও দেখার ক্ষেত্রেও সুবিধা হবে। 


আরও পড়ুন- ওয়ানপ্লাসের নর্ড সিরিজের দুই ফোন একসঙ্গে লঞ্চ হতে চলেছে ভারতে, কী কী ফিচার থাকতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।