Realme Gaming Phone: চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে। এবার ভারতে আসছে রিয়েলমির নতুন গেমিং ফোন। রিয়েলমি জিটি ৭ লঞ্চ হতে চলেছে ভারতে। এক্স মাধ্যমে সেই ঘোষণা করেছে রিয়েলমি কর্তৃপক্ষ। একটানা ৬ ঘণ্টা বিজিএমআই গেম খেলা যাবে ১২০ এফপিএস- এ। বিজিএমআই অর্থাৎ ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, ভারতে অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও গেম। পাবজি নিষিদ্ধ হওয়ার পর এই গেমের উত্থান হয়েছে গেমিং দুনিয়ায়। গেম খেলার নেশা যাঁদের রয়েছে তাঁদের বেশিরভাগই মোবাইলেই এই গেম খেলেন। আর তাঁদের সুবিধার্থেই রিয়েলমি জিটি ৭ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে এবং সেখানে বিজিএমআই খেলার জন্য রয়েছে বিশেষে ফিচারের সাপোর্ট। ১২০ এফপিএস অর্থাৎ ফ্রেম পার সেকেন্ড যথেষ্টই হাই রেঞ্জের ফ্রেম রেট। এর আগে রিয়েলমি জিটি ৭ প্রো লঞ্চ হয়েছে। সেই দলেই নাম জুড়তে চলেছে রিয়েলমি জিটি ৭ ফোনের।
এর আগেও গেমারদের কথা মাথায় রেখে রিয়েলমি তাদের জিটি সিরিজের অনেক ফোন লঞ্চ করেছে ভারতে। এবারও সেটাই হতে চলেছে। গেম খেলার সময় ইউজারদের যাতে সবরকম সুবিধা হয়, স্মুদ এক্সপিরিয়েন্স হয়, সেই জন্য একাধিক আধুনিক ও উন্নত ফিচার থাকে রিয়েলমি জিটি সিরিজের গেমিং ফোনগুলিতে। আসন্ন রিয়েলমি জিটি ৭ ফোনেও তার অন্যথা হবে না। ৬ ঘণ্টা ১২০ এফপিএস- এ খেলা যাবে জনপ্রিয় বিজিএমআই ভিডিও গেম। তবে রিয়েলমি জিটি ৭ ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। যদিও অনুমান খুব বেশি দেরি নেই। একগুচ্ছ উন্নত ও আধুনিক গেমিং ফিচারের সাপোর্ট এই আসন্ন ফোনে থাকতে চলেছে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৪ সালের নভেম্বর মাসে রিয়েলমি জিটি ৭ প্রো ফোন ভারতে লঞ্চ হয়েছিল।
রিয়েলমি জিটি ৭ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, একনজরে দেখে নিন তালিকা
- ৬.৭৮ ইঞ্চির ফুল ইচডি প্লাস রেজোলিউশন যুক্ত OLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট থাকতে চলেছে এই ফোনে।
- এই ফোনে একটি ৩ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর থাকতে পারে যার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকার কথা শোনা গিয়েছে।
- ডুয়াল রেয়ার ক্যামেরার সাপোর্ট থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকার কথা রয়েছে। এছাড়াও ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে ডিসপ্লের উপর।
- ৭২০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৭৭০০ স্কোকায় মিলিমিটারের ভেপার কুলিং চেম্বার থাকতে পারে রিয়েলমির আসন্ন ফোনে, যা ফোন ঠান্ডা রাখবে।