Realme GT 7 Pro: রিয়েলমি জিটি ৭ প্রো ফোন (Realme GT 7 Pro) ভারতে লঞ্চ হতে চলেছে। নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেছে রিয়েলমি (Realme Phones) সংস্থা। জানা গিয়েছে, আগামী ২৬ নভেম্বর দুপুর ১২টায় রিয়েলমির এই ফোন লঞ্চ হবে। চিনে এবং গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই রিয়েলমি জিটি ৭ প্রো ফোন লঞ্চ হয়েছে। এবার ভারতেও আসছে এই ফোন। রিয়েলমি জিটি ৬ প্রো (Realme GT 6 Pro) ফোন- এই বছর ২০ জুন লঞ্চ হয়েছিল ভারতে এবং চিনে। এই ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি ৭ প্রো ফোন। জানা গিয়েছে, কোয়ালকমের লেটেস্ট মোবাইল প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ এলিট থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও থাকবে একাধিক এআই (AI Features) অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফিচার।
রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনের উপর থাকবে Dolby Vision সাপোর্ট।
- রিয়েলমির এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের দুটো সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আরও একটি সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের স্ক্রিনের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
- রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে।
- ইউজারদের নিরাপত্তার জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে।
রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের ক্যামেরার সাহায্যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে। অর্থাৎ জলের তলায় ছবি তোলা যাবে এই ফোনের ক্যামেরার সাহায্যে। এর থেকে এটা স্পষ্ট যে রিয়েলমি জিটি ৭ প্রো ফোন একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস অবশ্যই হতে চলেছে। জানা গিয়েছে, জলের তলায় ইউজার রিয়েলমির এই ফোন নিয়ে তা আনলক করতে পারবেন এবং একই সঙ্গে ক্যামেরা জুম করতেও পারবেন। এছাড়াও রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরায় সুইচিংও করা যাবে খুব সহজেই। আর সবটাই হবে জলের তলায়। কিন্তু ফোন নষ্ট হবে না। রিয়েলমির আসন্ন ফোনে থাকতে চলেছে লাইভ ফটো ফিচারও।
আরও পড়ুন- বছরশেষে কিংবা নতুন বছরের শুরুতেই ভারতের বাজারে কোন কোন ফোন লঞ্চ হতে পারে? রইল তালিকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।