Realme Phones: রিয়েলমি জিটি ৭ প্রো (Realme GT 7 Pro) লঞ্চ হয়েছে ভারতে। মার্স অরেঞ্জ এবং গ্যালাক্সি গ্রে- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমির নতুন ফোন। এর আগে ২০২২ সালে লঞ্চ হয়েছিল রিয়েলমি জিটি ২ প্রো ফোন (Realme GT 2 Pro)। তারপর ২০২৪ সালে লঞ্চ হল রিয়েলমি জিটি ৭ প্রো। একগুচ্ছ আপডেট রয়েছে নতুন এই ফোনে। সেই সঙ্গে আগে থেকে নতুন ফোনের দামও বেড়েছে অনেকটাই।
ভারতে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের দাম কত, কবে থেকে বিক্রি শুরু হচ্ছে, কোথা থেকে কেনা যাবে
ভারতে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৫,৯৯৯ টাকা। ২৯ নভেম্বর দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হচ্ছে ভারতে। কেনা যাবে রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে।
কী কী ফিচার রয়েছে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে, দেখে নিন একনজরে
রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে। এই স্ক্রিনে এইচডি প্লাস রেজোলিউশন পাবেন ইউজাররা। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি একটি কোয়াড কার্ভড স্ক্রিন যেখানে ডলবি ভিশন এইচডিআর১০ প্লাস সাপোর্ট রয়েছে। ফোনের পিছনের অংশে রয়েছে এজি গ্লাস রেয়ার প্যানেল। ফোনের বডি তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না।
এই ফোনে রয়েছে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর রয়েছে। এছাড়াও ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এর সঙ্গে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। এখানে রয়েছে ৫৮০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে। এক থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় নেবে মাত্র ৩০ মিনিট, এমনটাই দাবি করেছে রিয়েলমি সংস্থা।
আরও পড়ুন- ফের ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা, ৭ লক্ষ টাকা খোয়ালেন আইআইটি বম্বের ছাত্র
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।