Realme Phones: রিয়েলমি জিটি ৮ প্রো ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২০ নভেম্বর। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ক্যামেরা ফিচার কেমন হতে চলেছে তার সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। রিয়েলমি 'জিটি' সিরিজের এই ফোনে Ricoh GR Camera System, ২০০ মেগাপিক্সেলের Ultra Clarity Telephoto লেন্স এবং প্রফেশনাল গ্রেডে ভিডিও রেকর্ডিং ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। এই তিনটি উন্নত ও আধুনিক ক্যামেরা ফিচার দেখা যাবে রিয়েলমি জিটি ৮ প্রো ফোনে। চিনে আগেই এই ফোন লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে।
চিনে রিয়েলমি জিটি ৮ প্রো ফোন যেভাবে লঞ্চ হয়েছে, একই ভাবে আসবে ভারতের বাজারেও, এমনটাই শোনা গিয়েছে এখনও পর্যন্ত। রিয়েলমি 'জিটি' সিরিজের এই ফোনে থাকতে পারে ৭০০০ এমএএইচের ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও থাকতে পারে একটি 2K রেজোলিউশন যুক্ত ডিসপ্লে এবং ফ্ল্যাগশিপ ৩ এনএম অক্টা কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। এর সঙ্গে থাকতে পারে একটি Hyper Vision+ AI চিপ। ভারতে লঞ্চের পর রিয়েলমি জিটি ৮ প্রো ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে।
রিয়েলমি জিটি ৮ প্রো ৫জি ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। আর থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের আলত্রা ওয়াইড ক্যামেরা সেনসর, যেখানে ১১৬ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে। ২৮ এবং ৪০ মিলিমিটার ফোকাল লেংথ পাওয়া যাবে এই ক্যামেরা ফিচারে। সাদা-কালো ছবি ঝকঝকে তোলার ফিচারও পাওয়া যাবে এই ফোনের ক্যামেরায়। ভারতে রিয়েলমি জিটি ৮ প্রো ফোনের রেয়ার ক্যামেরা ইউনিট ডিটাচেবল এবং swappable ডিজাইন নিয়ে থাকবে। চিনের ভ্যারিয়েন্টেও ছিল এই ক্যামেরা ফিচার। রিয়েলমির আসন্ন এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর, ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট, 2K রেজোলিউশনের ফ্ল্যাট ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও পাবেন অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট।
ভারতে আসছে রিয়েলমির আরও একটি ফোন
ভারতে আসছে রিয়েলমির নতুন ফোন। এটি একটি ৫জি ফোন হতে চলেছে। এছাড়াও জানা গিয়েছে, এই ফোন বাজেট সেগমেন্টের মডেল হতে চলেছে, অর্থাৎ দাম আকাশছোঁয়া হবে না, থাকবে সাধ্যের মধ্যেই। রিয়েলমি 'সি' সিরিজের একটি ফোন এবার আসছে ভারতে। শোনা যাচ্ছে, লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন।