Realme Phones: রিয়েলমি জিটি ৮ প্রো লঞ্চ হতে চলেছে ভারতে। নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে এই ফোন দেশে লঞ্চ হতে পারে। চিনে এই ফোন লঞ্চ হয়েছিল ২১ অক্টবর। তার প্রায় এক মাসের মাথায় রিয়েলমি জিটি ৮ প্রো ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, আগামী ২০ নভেম্বর দুপুর ১২টায় এই ফোন দেশে লঞ্চ হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ওই একই দিনে ভারতে লঞ্চ হবে লাভা অগ্নি ৪ ফোন।
চিনে রিয়েলমি জিটি ৮ প্রো ফোন যেভাবে লঞ্চ হয়েছে, একই ভাবে আসবে ভারতের বাজারেও, এমনটাই শোনা গিয়েছে এখনও পর্যন্ত। রিয়েলমি 'জিটি' সিরিজের এই ফোনে থাকতে পারে ৭০০০ এমএএইচের ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও থাকতে পারে একটি 2K রেজোলিউশন যুক্ত ডিসপ্লে এবং ফ্ল্যাগশিপ ৩ এনএম অক্টা কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। এর সঙ্গে থাকতে পারে একটি Hyper Vision+ AI চিপ। ভারতে লঞ্চের পর রিয়েলমি জিটি ৮ প্রো ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে।
২০ নভেম্বর ভারতে লঞ্চ হবে লাভা অগ্নি ৪ ফোনও
লাভা অগ্নি ৪ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ২০ নভেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে। লাভা অগ্নি ৩ ফোনের সাকসেসর হিসেবে লাভা অগ্নি ৪ ফোন লঞ্চ হতে চলেছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল লাভা অগ্নি ৩ ফোন। তার এক বছরের মধ্যে লঞ্চ হতে চলেছে সাকসেসর মডেল লাভা অগ্নি ৪ ফোন। ভারতে লাভা অগ্নি ৪ ফোনের দাম শুরু হতে পারে ৩০ হাজার টাকার কমে। বেস মডেলের দাম এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে।
লাভা অগ্নি ৪ ৫জি ফোনের ব্যাক প্যানেলে দুটো রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে ডুয়াল এলইডি ফ্ল্যাশও থাকবে। ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে মাঝ-বরাবর, আড়াআড়ি ভাবে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। সেখানেই দুটো রেয়ার ক্যামেরা সেনসর এবং দুটো এলইডি ফ্ল্যাশ থাকবে। এক্স মাধ্যমে লাভা সংস্থা এই ফোনের একটি টিজার প্রকাশ করেছে। সেখানে ফোনের ক্যামেরা আইল্যান্ড দেখা গিয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিট অনেকটাই নাথিং ফোন ২এ- এর মতো।
একটি টিজার প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে লাভা অগ্নি ৪ ফোনে মেটাল বডি এবং কয়েকটি বাটন থাকবে যেখানে মেটালিক ফিনিশ লক্ষ্য করা যাবে। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির Full HD+ ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। লাভা অগ্নি ৪ ফোনে একটি ফ্ল্যাট 1.5K OLED ডিসপ্লে থাকতে চলেছে ।