Realme GT Neo 3: নতুন স্মার্টফোন রিয়েলমি জিটি নিও 3 এল বাজারে। নতুন প্রসেসরের সঙ্গে এই ফোনে রয়েছে আল্ট্রাডার্ট চার্জিং সাপোর্ট। এর ডিসপ্লেতে পাবেন 120Hz রিফ্রেশ রেট। যা মিডরেঞ্জে কড়া টক্কর দেবে অন্য কোম্পানিগুলিকে। 


Realme GT Neo 3: কী স্পেকস আছে ফোনে ?
নতুন Realme GT Neo 3-তে পাবেন MediaTek Dimension 8100 5G চিপসেট। এতে 12GB LPDDR5 RAM ও 256GB UFS 3.1 স্টোরেজ দিয়েছে কোম্পানি।


Realme GT Neo 3: ক্যামেরা কেমন ফোনের ? 
ক্যামেরার কথা বলতে গেলে, এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা রয়েছে এই ডিভাইসে। পাবেন 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ছাড়াও 2 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স। এছাড়াও এতে একটি 16-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি Google-এর Android 12 বেস Realme UI অপারেটিং সিস্টেমে কাজ করে।


Realme GT Neo 3: ব্যাটারিতে আলাদা কী ?
নিরাপত্তার জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এ ছাড়াও পাবেন এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, জিটি মোড 3.0 ও ভিসি লিকুইড কুলিং। কানেকশনের অপশন বলতে রয়েছে 5G, ডুয়াল 4G LTE, Wi-Fi 6e, Bluetooth 5.2, GPS, NFC ও USB Type-C পোর্ট চার্জিং। Realme GT Neo 3 বাস্তবে 150W দ্রুত চার্জিং সমর্থন করে। এতে রয়েছে 4,500mAh-এর ব্যাটারি। যেখানে Realme GT Neo 3 নিয়মিত সংস্করণে 5,000mAh ব্যাটারি ও 80W চার্জার রয়েছে।


Realme GT Neo 3: ফোনের দাম কত ? 
কোম্পানি এই ফোনের 5টি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। 150W চার্জার সহ 2টি ভ্যারিয়েন্ট ও 80W চার্জার সহ 3টি ভ্যারিয়েন্ট রয়েছে৷ প্রথমত, 80 ওয়াট ভ্যারিয়েন্টের দাম কত জেনে নিন। 6GB ও 128GB ভ্যারিয়েন্টের দাম CNY 1999 (প্রায় 24,000 টাকা), 8GB ও 128GB ভ্যারিয়েন্টের দাম CNY 2299 (আনুমানিক 27,600 টাকা) যেখানে 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম CNY 2020,599 টাকা। 150W চার্জ ভ্যারিয়েন্টের দামের কথা বললে 8GB ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 2599 (প্রায় 31,200 টাকা)। 12GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 2799 (প্রায় 33,600 টাকা) রাখা হয়েছে।