কৌশিক গাঁতাইত ও রুমা পাল, আসানসোল: জামুড়িয়ায় (Jamuria) কর্মিসভার মাধ্যমে জনসংযোগ শুরু করলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha)। দাবি করলেন, তাঁর বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারবে না। এনিয়ে বিজেপি (BJP) ও সিপিএম (CPIM) প্রার্থীরা একযোগে কটাক্ষ করে বলেছেন, শত্রুঘ্ন দুর্নীতিগ্রস্ত না হলেও, তৃণমূলের ক্ষেত্রে তা খাটে না।
শত্রুঘ্ন সিন্হার জনসংযোগ: সোমবার পেশ করেছিলেন মনোনয়ন। মঙ্গলবার জামুড়িয়ায় কর্মিসভার মাধ্যমে ভোটের প্রচার শুরু করলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। বক্তব্য রাখার সময় তৃণমূলের তারকা প্রার্থী দাবি করেন, তাঁর বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারবে না। তৃণমূল প্রার্থীর কথায়, “আমি কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, তখন কোনও ভেদাভেদ করিনি, আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই, আমাকে বহিরাগত বলার মানে হয় না, অনেকদিন ধরেই কলকাতার সঙ্গে যুক্ত, বাংলা ছবিতে অভিনয় করেছি।’’
কটাক্ষ বিরোধীদের: শত্রুঘ্নর মুখে একথা শুনেই পাল্টা আক্রমণ শানিয়েছে গেরুয়া ব্রিগেড। রানিগঞ্জে কর্মিসভায় যোগ দিয়ে এই ইস্যুতে প্রতিপক্ষকে বিঁধেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, “দুর্নীতির অভিযোগ না থাকলেও তিনি কোনও বড় মাপের রাজনীতিবিদ নন, ইতিমধ্যেই উনি অফিসিয়ালি তিনটি দল ও আনঅফিসিয়ালি চারটি দল বদলেছেন, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, তৃণমূল থেকে যে ফের অন্য দলে যাবেন না তার কোনও নিশ্চয়তা আছে।’’বিজেপির সুরে সুর মিলিয়ে তোপ দেগেছেন বাম প্রার্থীও। বাম প্রার্থী পার্থ মুখোপাধ্যায় বলেন, “যে দলে এসেছেন সেই দল তো দুর্নীতিগ্রস্ত, তাই একথা বলছেন শত্রুঘ্ন, আমরা লড়াই করতে প্রস্তুত।‘’
এদিকে সূত্রের খবর, সোমবার জামুড়িয়ায় কর্মিসভায় যোগ দিয়ে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য অনুব্রত মণ্ডল দলের কর্মীদের উদ্দেশে বলেন, “যেখানে পিছিয়ে রয়েছি সেখানে ভাল ভাবে কাজ করতে হবে। ওয়ার্ড সভাপতি, বুথ সভাপতি ও ব্লক সভাপতিদের অ্যাক্টিভ হতে হবে। কাজে ফাঁকি দিলে চলবে না।‘’ এরপর এদিন দলীয় কর্মীদের আত্মতুষ্টিতে না ভোগার বার্তা দেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Rampurhat Fire: 'পেট্রোল ছিটিয়ে ঘর জ্বালিয়ে দিল', ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ 'আক্রান্ত'দের