Realme Smartphone: রিয়েলমি নারজো ৫০আই প্রাইম (Realme Narzo 50i Prime) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি। রিয়েলমি (Realme) সংস্থার দাবি, এই ব্যাটারি চারদিন পর্যন্ত অডিও প্লেব্যাক টাইম দিতে পারে। এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট এবং মাইক্রো এসডি কার্ড। এর সাহায্যে ফোনের স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। একটি অক্টা-কোর চিপসেট রয়েছে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনের সাহায্যে। ডার্ক ব্লু এবং মিন্ট গ্রিন- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোন।
ভারতে রিয়েলমি নারজো ৫০আই প্রাইমের দাম এবং উপলব্ধতা
রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং রিয়েলমি ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে। এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। ২৩ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। অ্যামাজনের প্রাইম মেম্বাররা ২২ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এই ফোন কেনার সুযোগ পাবেন। ২৩ তারিখ থেকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২২ সেল শুরু হতে চলেছে। ফলে রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোনের দামে কিছুটা ছাড় থাকবে বলেও মনে করা হচ্ছে।
রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোনের ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর Unisoc T612 প্রসেসর। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১১ বেসড Realme UI Go Edition- এর সাহায্যে।
- রিয়েলমির এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের AI মেন ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে চারদিন পর্যন্ত অডিও প্লেব্যাক সাপোর্ট দিতে পারবে এই ব্যাটারি।
- রিয়েলমি নারজো ৫০আই ফোনে রয়েছে মাইক্রো এসডি কার্ডের স্লট যার সাহায্যে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এমনিতে এই ফোনে ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে। রিয়েলমি সংস্থার দাবি, এই ফোনের ওজন প্রায় ১৮২ গ্রাম এবং এই ফোন ৮.৫ মিলিমিটার পুরু।