Realme C30s: রিয়েলমি ‘সি’ সিরিজের (Realme C Series) নতুন ফোনে রিয়েলমি সি৩০এস (Realme C30s) ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর Unisoc SC9863A চিপসেট। এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ডুয়াল সিমের স্লট রয়েছে রিয়েলমিস সি৩০এস ফোনে। এছাড়াও এই ৪জি ফোনে রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
ভারতে রিয়েলমি সি৩০এস ফোনের দাম ও উপলব্ধতা
ভারতে রিয়েলমি সি৩০এস ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। Stripe Black এবং Stripe Blue- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৩০এস ফোন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে প্লাস মেম্বাররা এই ফোন কিনতে পারবেন। এছাড়াও রিয়েলমি ইন্ডিয়া অনলাইন স্টোর এবং ফ্লিপকার্ট থেকে বাকি সকলের জন্য ফোনের বিক্রি শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে।
রিয়েলমি সি৩০এস ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- রিয়েলমির এই স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স এবং Realm UI Go Edition- এর সাপোর্টে।
- একটি অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসর থাকছে এই ফোন। তার সঙ্গে সর্বোচ্চ ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকতে পারে। এই স্টোরেজের পরিমাণ আবার মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- রিয়েলমি সি৩০এস ফোনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের AI মেন ক্যামেরা সেনসর। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ফুল এইচডি ভিডিও রেকর্ডের সুবিধা। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। সেলফি ক্যামেরার মাধ্যমে এইচডি ভিডিও রেকর্ডের সুবিধাও পাবেন ইউজাররা।
- এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ৪জি ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর, ওয়াই-ফাই, ব্লুটূথ ভি ৪.২ সাপোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ইউএসবি ২.০ মাইক্রো ইউএসবি পোর্ট। Dirac 3.0 টেকনোলজি রয়েছে এই ফোনে, যার সাহায্যে স্টিরিও অডিও কোয়ালিটি ভাল করা সম্ভব। ফোনের ওজন প্রায় ১৮৬ গ্রাম।
আরও পড়ুন- Nokia 5710-এ পাবেন ইনবিল্ট ইয়ারবাড সহ ফোন, রইল লঞ্চ প্রাইস ও স্পেসিফিকেশন