Realme Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৬০ সিরিজের (Realme Narzo 60 Series) স্মার্টফোন। নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি অবশ্য। কিন্তু এই স্মার্টফোন সিরিজ যে ভারতে লঞ্চ হবে একথা নিশ্চিত। সম্প্রতি এই ফোন লঞ্চের খবর ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazo India) মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে ফোনের ডিজাইন সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে।
রিয়েলমি নারজো ৬০ সিরিজের ফোনের সম্ভাব্য ডিজাইন ও স্পেসিফিকেশন
- এই ফোনে থাকতে পারে কার্ভড ডিসপ্লে। অ্যামাজনের টিজারে তেমনই প্রকাশ্যে এসেছে। ৬১ ডিগ্রি কার্ভড ডিসপ্লে থাকতে পারে রিয়েলমি নারজো ৬০ সিরিজের ফোনে। এর সঙ্গে থাকতে পারে narrow bezels ফিচারের সাপোর্ট।
- রিয়েলমি নারজো ৬০ সিরিজে থাকতে পারে রিয়েলমি নারজো ৬০ এবং রিয়েলমি নারজো ৬০ প্রো- এই দুই মডেল। এর মধ্যে বেস মডেলে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর এবং ৮ জিবি র্যাম।
- এই স্মার্টফোন সিরিজের ফোনে ১ টিবি স্টোরেজ সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ইনবিল্ট স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর ফলে ২,৫০,০০০ ছবি ফোনে সেভ রাখা যাবে বলে শোনা গিয়েছে। ৮ জিবি র্যাম থাকতে পারে এই স্মার্টফোন সিরিজের ফোনে।
- লঞ্চের পর রিয়েলমি নারজো ৬০ সিরিজের দু'টি ফোন অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে, একথা মোটামুটি স্পষ্ট। এখনও লঞ্চের নির্দিষ্ট তারিখ জানা যায়নি। সূত্রের খবর, ২৬ জুন এই স্মার্টফোন সিরিজ সম্পর্কে বিশদে আরও তথ্য জানা যাবে।
- রিয়েলমি নারজো ৬০ ৫জি ফোনে ৬.৪৩ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
Samsung Galaxy Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি (Samsung Galaxy M34 5G) ফোন। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং (Samsung) যে ভারতে এই নতু গ্যালাক্সি ফোন লঞ্চ করবে তা নিশ্চিত। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amaozn India) ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই ফোনের টিজার প্রকাশিত হয়েছে। এখনও রয়েছে 'কামিং সুন' ট্যাগ। অর্থাৎ ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে আর খুব বেশি দেরি নেই বলেই অনুমান। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। এছাড়াও থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেখানে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। ক্যামেরা মডিউলে থাকতে পারে এলিডি ফ্ল্যাশ। লঞ্চের পর অ্যামাজন থেকে কেনা যাবে এই ফোন।
আরও পড়ুন- মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দেবে সেই উত্তর!