Realme Smartphone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৬০ সিরিজ (Realme Narzo 60 Series)। রিয়েলমি (Realme) সংস্থার তরফেই আনুষ্ঠানিক ভাবে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। যাঁদের ছবি তোলার নেশা রয়েছে, তাঁদের জন্য এই ফোন আদর্শ হতে চলেছে। কারণ এই ফোনে থাকতে চলেছে বিপুল পরিমাণ স্টোরেজ। বলা হচ্ছে, রিয়েলমি নারজো ৬০ সিরিজের ফোনে নাকি প্রায় ২,৫০,০০০ ছবি সেভ করা যেতে পারে। অর্থাৎ ১ টিবি স্টোরেজ থাকতে পারে এই ফোনে, এমনটাই অনুমান করা হচ্ছে। তবে এখনও এই ফোনের ক্যামেরার রেজোলিউশন জানা যায়নি। কী ধরনের ক্যামেরা সেনসর থাকতে পারে তাও স্পষ্ট নয়। অন্যদিকে রিয়েলমি আরজো ৬০ সিরিজের ফোনে ১ টিবি স্টোরেজ ইনবিল্ট স্টোরেজ হিসেবে থাকবে নাকি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ বাড়ানো যাবে সেই প্রসঙ্গেও নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা যায়নি। 


রিয়েলমির মাইক্রোসাইটে বলা হয়েছে নারজো ৬০ সিরিজের ফোন প্রসঙ্গে আগামী ২২ এবং ২৬ জুলাই বিস্তারিত বিবরণ প্রকাশ্যে আনবে সংস্থা। অর্থাৎ ফোন লঞ্চ হতে পারে জুলাই মাসের শেষভাগে বা তারও পরে অর্থাৎ অগস্ট মাসে। দ্রুত রিয়েলমি নারজো ৬০ সিরিজের ফোন ভারতে আসছে একথা জানা গেলেও ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ, ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে বা অন্যান্য তথ্য এখনও কিছুই স্পষ্ট ভাবে জানা যায়নি। গিকবেঞ্চ সূত্রে খবর, রিয়েলমি নারজো ৬০ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে Realme UI 4.0- এর সাপোর্ট। এর আগে শোনা গিয়েছিল, ভারতে রিয়েলমি ১১ ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে নাকি লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৬০ সিরিজের মডেল।


OnePlus Nord 3: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ফোন। এবার লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ৩ (OePlus Nord 3)। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে সূত্রের খবর, হয়তো জুলাই মাসে ওয়ানপ্লাস নর্ড ৩ লঞ্চ হতে পারে ভারতে। এই ফোন লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোনের সাকসেসর হিসেবে। ওয়ানপ্লাস সংস্থা এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। সূত্রের খবর, এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর। এর সঙ্গে ১৬ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে।


আরও পড়ুন- জিমে না গিয়েও কীভাবে খেয়াল রাখবেন শরীর-স্বাস্থ্যের? ফিট থাকতে প্রতিদিন করতে পারেন এই কাজগুলি