কলকাতা: জন্মদিন কেটেছিল অসুস্থতায়, আর তার মধ্যেই লক্ষাধিক টাকা খোয়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। একটি অ্যাপ ডাউনলোড করতে গিয়েই সাইবার প্রতারণার শিকার হয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে আজ শ্রীলেখা লিখেছেন, 'জন্মদিনের দিন মনটা খারাপ ছিল। তার কারণ, জন্মদিনের আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকা লোপাট হল। এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। so beware, please do not download any app or open any link without knowing. নিজেকে চালাক নয়, বুদ্ধিমতী ভাবতাম। এই ঘটনার পর থেকে তাও ভাবব না।'
ইতিমধ্যেই, পুলিশে অভিযোগ জানিয়েছেন শ্রীলেখা। সাইবার ক্রাইমেও অভিযোগ করেছেন। তবে এখনও পর্যন্ত সেই টাকা ফেরত পাননি অভিনেত্রী। কত টাকা খোয়া গেল, সেকথা অভিনেত্রী বলতে চান না। তবে অনুরাগী ও সাধারণ মানুষদের সতর্ক করাই যে তাঁর প্রধান উদ্দেশ্য, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন নিজের লেখায়। তবে নিজের কাজ নিয়ে অভিনেত্রী নিজেই মর্মাহত। তাই এই ঘটনার বিস্তারিত বিবরণ তিনি দিতে চান না, এমনটাই জানিয়েছেন।
জন্মদিনে কোনওরকম পার্টির আয়োজন করেননি শ্রীলেখা। অসুস্থ হয়ে বাড়িতেই বিশ্রাম নিয়েছিলেন তিনি। তবে এর পরে বেঙ্গালুরু গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন সেই সফরের ঝলকও। তবে এই সাইবার প্রতারণার ঘটনা তাঁর জন্মদিনের আগেই। সেকথা আজ প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে নিজের ৩টে ছবি শেয়ার করে নিয়েছিলেন শ্রীলেখা। একটি ছোটবেলায় নাচের সাজে। সেখানে অভিনেত্রীকে চেনাই দায়। অপর ছবিগুলি বেশ ঝাপসা হলেও স্মৃতিমেদুর। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছিলেন, 'তখন আমি রোগা ছিলাম। হ্যাপি বার্থডে টু মি'। অভিনেত্রীর শেয়ার করে এই ছবিতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন অনেকেই।
এরপরে, আরও একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন শ্রীলেখা। সদ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মহানায়ক উত্তমকুমারের (Uttam Kumar)-এর কয়েকটি AI -এর ছবি। সেখানে একেবারে ভিন্নরূপে দেখা গিয়েছে মহানায়ককে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়ে শ্রীলেখা বলেছিলেন, 'জন্মদিনে আমার ওঁকে উপহার হিসেবে চাই। কেউ ট্রোল করলে বয়েই গেল, জন্মদিন বলে কথা।'
আরও পড়ুন: Ruplekha Mitra: নুসরত জাহানের পরে আরও এক টলি অভিনেত্রীকে তলব ইডির!