Realme Smartphones: রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি (Realme Narzo 70 Pro 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। রিয়েলমি (Realme) সংস্থার তরফে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। শোনা যাচ্ছে, মার্চ মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। এর আগে ২০২৩ সালে অর্থাৎ গতবছর জুলাই মাসে রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এই ফোনের সঙ্গে লঞ্চ হয়েছিল রিয়েলমি নারজো ৬০ ৫জি ফোনও। তবে এবার রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনের সঙ্গে রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোন লঞ্চ হবে কিনা সেই প্রসগে নিশ্চিত ভাবে রিয়েলমি সংস্থা কিছু ঘোষণা করেনি। অন্যদিকে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন মার্চ মাসে ভারতে লঞ্চ হবে এই আভাস পাওয়া গেলেও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 


রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনের সম্ভাব্য কিছু ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে


এক্স মাধ্যমে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনের যে টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে সামান্য উঁচু, বড়, গোলাকার এবং মাঝামাঝি অবস্থানে থাকতে চলেছে রেয়ার ক্যামেরা সেটআপ। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে রিয়েলমির আসন্ন ফোনে। সেখানে আবার থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। অ্যামাজনের মাইক্রোসাইটে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনের নাম দেখা যাওয়ায় অনুমান যে ভারতে লঞ্চের পর এই ফোন উল্লিখিত ই-কমার্স সংস্থা থেকে কেনা যাবে। রিয়েলমির এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। বলা হচ্ছে, রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি ফোনের rebadged ভার্সান হতে চলেছে। তার ফলে নতুন ফোনে রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনের বেশ কিছু ফিচার দেখা যাবে এই ফোনে, এমনটাই অনুমান করা হচ্ছে। 


কোনও ফোন আর একটি ফোনের rebadged ভার্সান হিসেবে লঞ্চ করলে আগের ফোনের সঙ্গে পরের মডেলের বেশ কিছু মিল থাকতে দেখা যায়। তবে রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি ফোনে টেলিফটো ক্যামেরা থাকলেও সম্ভবত তা দেখা যাবে না রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনে। এর ফলে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনের দামও কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি ফোনে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরা সেনসর রিয়েলমির আসন্ন ফোনে থাকবে কিনা তা স্পষ্ট নয়।  


আরও পড়ুন- একই ফোনে দুটো আলাদা নম্বর থেকে চালু রাখা যাবে হোয়াটসঅ্যাপ ! ইউজারদের সুবিধায় হাজির নতুন ফিচার