Realme Smartphones: ভারতে কিছুদিন আগেই রিয়েলমি নারজো ৭০ সিরিজের (Realme Narzo 70 Series) দুটো ফোন লঞ্চ হয়েছে। এই ফোনগুলি হল রিয়েলমি নারজো ৭০ (Realme Narzo 70 5G) এবং নারজো ৭০এক্স (Realme Narzo 70x 5G)। আজ ২৯ এপ্রিল, ২০২৪ রিয়েলমি কোম্পানি ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) অফিশিয়াল ওয়েবসাইটে এই দুই ফোনের জন্য ফ্ল্যাশ সেল (Flash Sale) ঘোষণা করেছে। রিয়েলমির অফিশিয়াল (Realme India) ওয়েবসাইটেও রিয়েলমি নারজো ৭০ এবং রিয়েলমি নারজো ৭০এক্স- এই দুই ফোন ফ্ল্যাশ সেলে কেনা যাবে।
যদি আপনি রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোন কিনতে আগ্রহী হন তাহলে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ভার্সানের জন্য ১০০০ টাকার কুপন পাবেন। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ১৫০০ টাকা কুপন পাবেন। অন্যদিকে রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোনে ৬ জিবি এবং ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টের জন্য (দুটোতেই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ) ১০০০ টাকার কুপন পাবেন ক্রেতারা। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং রিয়েলমি ইডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে এই কুপন অফার পাওয়া যাবে রিয়েলমি নারজো ৭০ সিরিজের দুই ফোনের জন্য।
এবার দেখে নেওয়া যাক রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি এবং রিয়েলমি নারজো ৭০ ৫জি- এই দুই ফোনের দাম কমে কত হয়েছে
রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল লঞ্চ হয়েছিল ১১,৯৯৯ টাকায়। এই ফোনের ক্ষেত্রে ক্রেতারা ১০০০ টাকার কুপন অফার পাবেন। ফলে ফোনের দাম কমে হয়েছে ১০,৯৯৯ টাকা। রিয়েলমি ৭০এক্স ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। এখানে রয়েছে ১৫০০ টাকার কুপন অফার। ফলে ফোনের দাম কমে হচ্ছে ১১,৯৯৯ টাকা।
রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এখানে ১০০০ টাকার কুপন অফারের সঙ্গে ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই পরিষেবাও রয়েছে। তার ফলে ফোনের দাম কমে হচ্ছে ১৪,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশনের দাম লঞ্চের সময় ছিল ১৬,৯৯৯ টাকা। এই ফোনের দামে ১০০০ টাকার কুপন অফার যুক্ত হয়ে ফোনে দাম কমে হয়েছে ১৫,৯৯৯ টাকা।
আরও পড়ুন- ভারতে নতুন ইয়ারবাডস লঞ্চ করতে চলেছে মোটোরোলা, একাধিক মডেল লঞ্চের সম্ভাবনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।