Realme Phones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন (Realme Narzo 70 Turbo 5G)। এটি একটি গেমিং ডিভাইস (Gaming Phone)। অর্থাৎ এই ফোনের সাহায্যে গেম খেলে ইউজাররা দারুণ অভিজ্ঞতা পাবেন। রিয়েলমি সংস্থার নারজো সিরিজের এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি চিপসেট রয়েছে। তিনটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হয়েছে। এখানে রয়েছে ৬.৬৭ ইঞ্চির স্যামসাং E4 OLED স্ক্রিন। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। 


ভারতে এই ফোনের দাম কত 


রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল যার দাম ১৭,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২০,৯৯৯ টাকা। টার্বো ইয়েলো, টার্বো গ্রিন এবং টার্বো পার্পল- এই তিন রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন। আগামী ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনে কেনা যাবে অ্যামাজন এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ক্রেতারা একটি স্পেশ্যাল কুপন ডিসকাউন্ট পাবেন এই ফোন কেনার ক্ষেত্রে। সেক্ষেত্রে ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে। তার ফলে বেস মডেলের দাম কমে হবে ১৪,৯৯৯ টাকা। 


রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 



  • এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0- এর সাহায্যে। ফোনের ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনেও রয়েছে Rainwater Smart Touch ফিচারের সাপোর্ট। ফলে ভেজা হাতে কিংবা বৃষ্টির মধ্যে ব্যবহার করা যাবে ফোন। ঝকঝকে ডিসপ্লে হওয়ার কারণে এই ফোনে গেম খেলতেও সুবিধা হবে। 

  • এই ফোনের অনবোর্ড র‍্যামের পরিমাণ ২৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব ভার্চুয়াল ভাবে। গেম খেলার জন্য আদর্শ এই ফোনে একটি স্টেনলেস স্টিলের ভেপার কুলিং এরিয়া রয়েছে যার সাহায্যে ফোন গরম হলে অতিরিক্ত তাপ বেরিয়ে যাবে। তার ফলে ফোন কখনই খুব গরম হবে না। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের এআই যুক্ত মেন ফিচার রয়েছে। তার সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। রিয়েলমি সংস্থার দাবি, এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিট। এখানে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে ফোন নষ্ট হবে না। 



 



আরও পড়ুন- অ্যামাজনের ইলেকট্রনিক্স ফেস্টিভ সেলে কোন কোন ফোনের দামে ছাড় রয়েছে? আর কোন কোন ডিভাইসের দাম কমেছে?