Motorola Flip Phone: মোটোরোলা রেজর ৫০ ফোন (Motorola Razr 50) লঞ্চ হয়েছে ভারতে। এটি মোটোরোলার ফ্লিপ স্টাইল ফোল্ডেবল ফোন (Flip Style Foldable Phone)। লেনোভো অধিকৃত মোটোরোলার এই ফোনে ৬.৯ ইঞ্চির ইন্টারনাল স্ক্রিন এবং ৩.৬৩ ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। এছাড়াও মোটোরোলা রেজর ৫০ ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এক্স প্রসেসর রয়েছে। এর পাশাপাশি রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। এই ফোনে ৪২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। 


ভারতে মোটোরোলা রেজর ৫০ ফোনের দাম কত এবং কী কী অফার পাবেন ক্রেতারা 


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯৯৯ টাকা। আগামী ২০ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। মোটোরোলা রেজর ৫০ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন, মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট, রিলায়েন্স ডিজিটাল এবং নির্দিষ্ট রিটেল স্টোর থেকে। প্রি-বুকিং শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে। মোটোরোলার নতুন ফোন কেনা যাবে Beach Sand, Koala Grey, Spritz Orange- এই তিন রঙে। 


মোটোরোলা রেজর ৫০ ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ৫০০০ টাকা ফেস্টিভ ডিসকাউন্ট পাবেন। এছাড়াও পাবেন ১০,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট। তার ফলে ফোনের দাম কমে হবে ৪৯,৯৯৯ টাকা। এর পাশাপাশি থাকছে নো-কস্ট ইএমআই অপশনে ফোন কেনার সুযোগ। সেখানে কিস্তি শুরু হবে ২৭৭৮ টাকা থেকে। 


মোটোরোলার এই ফ্লিপ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন 



  • ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। একটি রেগুলার সিম। আর একটি ই-সিম। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Hello UX - এর সাপোর্টে পরিচালিত হবে মোটোরোলা রেজর ৫০ ফোন। 

  • এই ফোনে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি ইনার ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি একটি pOLED স্ক্রিন। এছাড়াও রয়েছে ৩.৬৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত pOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 

  • এই ফোল্ডেবল ফোনের স্ক্রিনের উপর কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন রয়েছে। আর ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ভেগান লেদার ফিনিশ। অ্যালুমিনিয়াম ফ্রেমে আটকে রয়েছে এই ফোল্ডেবল ফোন। 

  • মোটোরোলা রেজর ৫০ ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর। এই ফোনের ইনার ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 


আরও পড়ুন- রিয়েলমির নতুন ইয়ারবাডস আসছে ভারতে, কবে লঞ্চ? একবার চার্জ দিলে চলবে কতক্ষণ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।