Realme Narzo N53: রিয়েলমি সংস্থা তাদের 'স্লিমেস্ট' ফোন (Slimmest Realme Phone) রিয়েলমি নারজো এন৫৩ (Realme Narzo N53) লঞ্চ করতে চলেছে ভারতে। আগামী ১৮ মে এও ফোন ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে রিয়েলমির এই ফোন সম্পর্কে কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। রিয়েলমি নারজো এন সিরিজের দ্বিতীয় ফোন হিসেবে এই মডেল ভারতের বাজারে আসছে। এর আগে রিয়েলমি নারজো এন৫৫ লঞ্চ হয়েছিল। চলতি বছরের শুরুর দিকেই এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে।
রিয়েলমি নারজো এন৫৩ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- রিয়েলমি নারজো এন৫৩ ফোন ৭.৪৯ মিলিমিটার পুরু হতে চলেছে বলে শোনা গিয়েছে। রিয়েলমির অন্যান্য ফোনের তুলনায় এই মডেল অনেক স্লিম। এমনকি এই ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবে যেসব মডেল সেগুলোর থেকেই এই ফোন অনেক সরু বা স্লিম।
- রিয়েলমির এই ফোন ৭.৪৯ মিলিমিটার পুরু হতে চলেছে বলে শোনা গিয়েছে। রিয়েলমির অন্যান্য ফোনের তুলনায় এই মডেল অনেক স্লিম। এমনকি এই ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবে যেসব মডেল সেগুলোর থেকেই এই ফোন অনেক সরু বা স্লিম।
- রিয়েলমির স্লিমেস্ট ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৩৩ ওয়াটের SUPERVOOC ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। রিয়েলমি কর্তৃপক্ষের দাবি, এই ফোনে ৫০ শতাংশ চার্জ হবে ৩৪ মিনিটে।
- ফোন অনেকক্ষণ টানা ব্যবহার করলে বা চার্জে বসানো থাকা অবস্থায় যাতে ডিভাইস খুব গরম হয়ে না যায় সেই জন্য রিয়েলমি নারজো এন৫৩ ফোনে একটি ওভার টেম্পারেচার প্রোটেকশন ফিচার থাকবে বলে শোনা যাচ্ছে।
রিয়েলমি নারজো এন৫৩ ফোনের সম্ভাব্য দাম
শোনা যাচ্ছে, এই ফোনের দাম ১৩ হাজার টাকার আশপাশে হতে পারে। যদিও এই ফোনের সঠিক দাম এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি রিয়েলমি সংস্থা।
Motorola Smartphone: মোটোরোলা এজ ৪০ ৫জি (Motorola Edge 40 5G) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। মোটোরোলা এজ ৪০ ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে একটি থ্রিডি কার্ভড pOLED ডিসপ্লে থাকতে পারে। চলতি মাসে অর্থাৎ মে মাসেই এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছেন জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব। মে মাসের শেষদিকে এই ফোন দেশে লঞ্চ হতে পারে। এখানে থাকতে পারে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। মোটোরোলা এজ ৪০ ৫জি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো ভারতীয় মডেলেও একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর থাকতে পারে।
আরও পড়ুন- চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল?