Realme Note Series: রিয়েলমি (Realme) সংস্থা জানিয়েছে তারা লঞ্চ করতে চলেছে নোট সিরিজ (Realme Note Series)। এই স্মার্টফোন সিরিজে রিয়েলমি নোট ৫০ ফোনের ৪জি (Realme Note 50 4G) মডেল লঞ্চের কথাও শোনা গিয়েছে। সম্প্রতি এই ফোনের একটি ছবি ফাঁস হয়েছে অনলাইনে। আর তার থেকেই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে আন্দাজ করা যাচ্ছে। ২৪ জানুয়ারি রিয়েলমি নোট ৫০ ফোনের ৪জি ভ্যারিয়েন্ট লঞ্চের কথা রয়েছে। ব্যাক প্যানেলে কালো রঙের অপশন দেখা গিয়েছে। 


রিয়েলমি নোট ৫০ ৪জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে



  • এই ফোনে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে পারে। রেয়ার প্যানেলে থাকতে পারে গ্লসি ফিনিশ। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে একটি এলইডি ফ্ল্যাশ থাকার কথাও শোনা গিয়েছে। একটি গোলাকার ইউনিটে সাজানো থাকবে ক্যামেরা মডিউল। ক্যামেরা সেনসরগুলি গোলাকার মডিউলে সাজানো থাকবে। 

  • ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে এই ফোনে চার্জ দেওয়া যাবে। থাকতে পারে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। ফোনের ডানদিকের অংশে থাকতে পারে পাওয়ার এবং ভলিউম বাটন। এই ফোনের ডিজাইন সার্বিকভাবে স্লিম এবং স্লিক হবে। 


রিয়েলমি নোট সিরিজের এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনাও রয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ কিছু জানা যায়নি। অন্যদিকে রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজ (Realme 12 Pro 5G Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৯ জানুয়ারি, দুপুর ১২টায়। আগেই আভাস পাওয়া গিয়েছিল যে নতুন বছরের প্রথম মাসের শেষদিকেই এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চ হতে পারে। রিয়েলমি ১২ প্রো (Realme 12 Pro) এবং রিয়েলমি ১২ প্রো প্লাস (Realme 12 Pro Plus) - এই দুই মডেল লঞ্চ হবে রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের মধ্যে। এই ফোন দুটি আসলে রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো প্লাস- এই দুই ফোনের সাকসেসর মডেল। শোনা যাচ্ছে, রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের একটি ফোনে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। সম্ভবত রিয়েলমি ১২ প্রো প্লাস ভ্যারিয়েন্টে এই ক্যামেরা ফিচার দেখা যাবে। এছাড়াও এই সিরিজের কোনও একটি ফোনের রেয়ার প্যানেলে থাকবে সার্কুলার ক্যামেরা মডিউল অর্থাৎ গোলাকার ক্যামেরা মডিউল। এখনও পর্যন্ত যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে সাবমেরিন ব্লু রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। ফোনের ব্যাক প্যানেলের গোলাকার ক্যামেরা মডিউলের চারপাশে বর্ডার করেছে রয়েছে সোনালি রঙের ডায়াল। ফোনের পিছনের অংশে রয়েছে লেদার ফিনিশ। 


আরও পড়ুন- ওপ্পো 'এফ' সিরিজের নতুন ফোন আসতে চলেছে ভারতে, কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে?