Oppo Smartphones: ওপ্পো রেনো ১১ ৫জি সিরিজের (Oppo Reno 11 5G Series) দুটো ফোন, বেস মডেল ওপ্পো রেনো ১১ ৫জি (Oppo Reno 11 5G) এবং ওপ্পো রেনো ১১ প্রো ৫জি (Oppo Reno 11 Pro 5G)- এগুলি গতবছর নভেম্বরেই লঞ্চ হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে ওপ্পো রেনো ১১এফ ৫জি (Oppo Reno 11F 5G) ফোনের। খুব তাড়াতাড়ি এই মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে, তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। যদিও এই ফোনের রঙের অপশন এবং সম্ভাব্য ডিজাইন প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। ওপ্পো রেনো ১১এফ ৫জি ফোন ভারতেও লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। তবে কবে তা জানা গিয়েছে। অন্যদিকে শোনা গিয়েছে, ওপ্পো রেনো ১১এফ ৫জি ফোন কোনও একটি মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে এবং ভারতে ওপ্পো এফ২৫ হিসেবে এই ফোন লঞ্চ হতে পারে। তবে কবে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে তা জানা যায়নি এখনও। টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন ওপ্পো এফ২৫ ফোনের নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছে। অতএব এই ফোন যে ভারতে লঞ্চ হবে তা নিশ্চিত।
অন্যদিকে এক্স মাধ্যমে জানা গিয়েছে ওপ্পো রেনো ১১এস ৫জি ফোনে ২৪ ফেব্রুয়ারি লঞ্চ হবে। সেই জন্য প্রি-অর্ডার শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে এবং তা চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়ায় প্রথম এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এক্স মাহদ্যমে লক্ষ্য করা গিয়েছে নীল, সবুজ এবং গোলাপি- এই তিনটি রঙে ওপ্পো ১১এফ ৫জি ফোন লঞ্চ হবে। রেয়ার প্যানেলে একটি শাইনি ভাব বা চকচকে ভাব থাকবে। নীল রঙের ফোনে জলের ফোঁটার মতো প্যাটার্ন দেখা যাবে। উপরে বাঁদিকের কোণে থাকবে আয়তাকার ক্যামেরা মডিউলে। সেখানে দুটো ছোট ছোট গোলাকার ক্যামেরা মডিউল থাকবে। এছাড়াও এলইডি ফ্ল্যাশ ইউনিটের সঙ্গে থাকবে আর একটি ক্যামেরা সেনসর। রেয়ার প্যানেলের নীচের দিকে থাকবে ব্র্যান্ডেড লোগো। ডানদিকের অংশে থাকবে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন।
ওপ্পো রেনো ১১এফ ৫জি ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ চিপসেট থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। র্যামের পরিমাণ আরও ৬ জিবি বাড়ানো সম্ভব। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS- এর সাপোর্ট থাকতে পারে এই ফোনে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৯ মেগাপিক্সেলের সেনসর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকতে পারে। এছাড়াও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড SuperVOO চার্জিং সাপোর্ট এই ফোনে থাকার কথা শোনা গিয়েছে।