Realme Phone: রিয়েলমি পি১ স্পিড ৫জি ফোন (Realme P1 Speed 5G Phone) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। জানা গিয়েছে, অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহেই এই ফোন (Realme Smartphones) ভারতে লঞ্চ হবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নির্দিষ্ট দিনক্ষণ। জানা গিয়েছে, আগামী ১৫ অক্টোবর রিয়েলমি পি১ স্পিড ৫জি ফোন ভারতে লঞ্চ হবে দুপুর ১২টায়। ভারতে লঞ্চের পর অনলাইনে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। রিয়েলমি 'পি' সিরিজের অন্যান্য ফোনের মতোই গোলাকার ক্যামেরা মডিউল থাকতে চলেছে এই ফোনে। আর সম্ভবত নীল রঙে রিয়েলমির এই ৫জি ফোন ভারতে লঞ্চ হবে। জানা গিয়েছে, এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি চিপসেট।
রিয়েলমি পি১ স্পিড ৫জি ফোনের কী কী ফিচার থাকার কথা শোনা গিয়েছে এখনও পর্যন্ত দেখে নিন
- এই ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি চিপসেট।
- রিয়েলমির এই ৫জি ফোনে OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- ভার্চুয়াল ভাবে এই ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ ২৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও থাকবে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
- ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা থাকতে পারে এই ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে।
- রিয়েলমি পি১ স্পিড ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে চলেছে।
রিয়েলমি সংস্থা এর আগে রিয়েলমি পি১ ৫জি এবং রিয়েলমি পি১ প্রো ৫জি- এই দুই ফোন লঞ্চ করেছিল এবছর এপ্রিল মাসে। এই দুই ফোনের দাম শুরু হচ্ছে যথাক্রমে ১৪,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা থেকে। রিয়েলমি পি২ প্রো ৫জি ফোন লঞ্চ হয়েছে গত মাসে যার দাম ২১,৯৯৯ টাকা। অনুমান, রিয়েলমি পি১ স্পিড ৫জি ফোনের দাম সাধ্যের মধ্যেই থাকবে। তবে কত দাম হতে পারে সেই সম্পর্কে আভাস পাওয়া যায়নি।
আরও পড়ুন- ভারতে আসছে ওপ্পো সংস্থার নতুন ফোন, কেমন ফিচার থাকতে পারে 'ফাইন্ড এক্স৮' মডেলে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।