Realme Phones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি- এই দুই ফোন। দেশে যে এই দুই ফোন লঞ্চ হবে তা আগেই ঘোষণা করেছিল রিয়েলমি সংস্থা। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিনক্ষণ। জানা গিয়েছে, রিয়েলমি সংস্থার এই দুই ৫জি ফোন মার্চ মাসেই ভারতে লঞ্চ হবে। জানা গিয়েছে, আগামী ১৯ মার্চ ভারতে লঞ্চ হবে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি, এই দুই ফোন। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার ই-স্টোর থেকে। ওই একই দিনে দেশে লঞ্চ হবে রিয়েলমি বাডস টি২০০ লাইট ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। এর আগে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি পি৩ প্রো ৫জি এবং রিয়েলমি পি৩এক্স ৫জি- এই দুই ফোন। সেই তালিকাতেই নাম জুড়তে চলেছে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি- এই দুই ফোনের। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই দুই ফোনের চিপসেট, ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং সাপোর্ট সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। 


রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনের সম্ভাব্য ফিচার 



  • এটি বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে যেখানে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ আলট্রা চিপসেট থাকতে চলেছে। এর সঙ্গে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকবে বলে শোনা গিয়েছে। 

  • রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনে GT Boost টেকনোলজি সাপোর্ট থাকতে চলেছে যার সাহায্যে ফোনে গেম খেলার সময় ইউজারদের দুর্দান্ত অভিজ্ঞতা হবে বলে জানিয়েছে সংস্থা। রিয়েলমি কর্তৃপক্ষ আরও দাবি করেছে তাদের এই ফোনে প্রায় তিন ঘণ্টা বিজিএমআই খেললে স্টেবল 90fps গেমপ্লে সাপোর্ট পাবেন ইউজাররা। এছাড়াও পাবেন 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। গেম খেললে ফোন যাতে খুব গরম হয়ে না যায়, বা হয়ে গেলেও তাপমাত্রা যেত সহজে বেরিয়ে আসে তার জন্য রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনে থাকতে চলেছে একটি ৬০৫০ স্কোয়ার মিলিমিটার আয়তনের কুলিং সিস্টেম। 

  • এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের AI bypass charging technology সাপোর্ট থাকতে চলেছে। 


রিয়েলমি পি৩ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার 


রিয়েলমি পি৩ ৫জি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর থাকতে চলেছে। এই ফোনে ৬০০০ এমএএইচ টাইটান ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ রিয়েলমির এই ফোন জলে এবং ধুলোয় সহজে নষ্ট হবে না। রিয়েলমি পি৩ ৫জি ফোনে AMOLED E স্পোর্টস ডিসপ্লে থাকতে পারে।