রিয়েলমি পি৩ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ১৯ মার্চ। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। রিয়েলমি পি সিরিজের এই ৫জি ফোনের দাম ভারতে ২০ হাজার টাকার কম থেকেই শুরু হতে চলেছে, এমনটাই শোনা গিয়েছে। রিয়েলমি পি১ ৫জি ফোনের সাকসেসর হিসেবে রিয়েলমি পি৩ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি পি১ ৫জি ফোনের দামও ভারতে ২০ হাজার টাকার কমেই শুরু হয়েছিল।
Realme Phones: রিয়েলমি পি৩ ৫জি ফোনে (Realme P3 5G Phone) কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ ৫জি চিপসেট থাকতে চলেছে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে।
ভারতে রিয়েলমি পি৩ ৫জি ফোনের দাম কত হতে চলেছে, আনুষ্ঠানিক লঞ্চের আগে জেনে নিন
রিয়েলমি পি৩ ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১৬,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা হতে পারে। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৯,৯৯৯ টাকা হতে পারে বলে জানা গিয়েছে। বেস মডেলের দাম ১৪,৯৯৯ টাকা হবে, ২০০০ টাকা ব্যাঙ্ক অফার যুক্ত হওয়ার ফলে। কমেট গ্রে, নেবুলা পিঙ্ক এবং স্পেস সিলভার- এই তিন রঙে রিয়েলমি পি৩ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে।
১৯ মার্চ অর্থাৎ যেদিন রিয়েলমি পি৩ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে, সেই দিন সন্ধে ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত আর্লি বার্ড সেল চলবে। রিয়েলমি পি৩ ৫জি ফোনের সঙ্গে একই দিনে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোন। অনলাইনে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে রিয়েলমির এই দুই ফোন। রিয়েলমি পি৩ ৫জি ফোনের সঙ্গে আর্লি বার্ড সেলে বাডস এয়ার ৫ এবং বাডস ওয়্যারলেস ৫ এএনসি (এদের দাম যথাক্রমে ১৪৯৯ টাকা এবং ১৫৯৯ টাকা) কেনা যাবে। ক্রেতারা এর পাশাপাশি অতিরিক্ত ৫০০ টাকা ছাড় পাবেন এক্সচেঞ্জ অফার হিসেবে। এছাড়াও রিয়েলমি কেয়ার প্লাস- এ পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।