Realme Phone: রিয়েলমি পি৩ সিরিজ (Realme P3 5G Series) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এখনও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে এই স্মার্টফোন সিরিজ যে দ্রুত ভারতে লঞ্চ হবে সেটা স্পষ্ট। রিয়েলমি পি৩ ৫জি সিরিজে বেস মডেল বা ভ্যানিলা ফোন অর্থাৎ রিয়েলমি পি৩ ৫জি (Realme P3 5G) মডেল ছাড়াও থাকবে একটি প্রো (Realme P3 Pro 5G) মডেল। জানা গিয়েছে, দেশে লঞ্চের পর রিয়েলমি পি৩ ৫জি সিরিজের ফোন অনলাইনে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে গেমারদের জন্য থাকতে চলেছে বিশেষ সুবিধা, এমনটাই শোনা যাচ্ছে। রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত GT Boost গেমিং ফিচার থাকতে চলেছে। এর সাহায্যে ফোনে গেম খেললে ইউজারদের দারুণ অভিজ্ঞতা হবে। একে বলা হয় GT Boost গেমিং টেকনোলজি, যা আগেই ভারতে লঞ্চ হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের নভেম্বর মাসে রিয়েলমি জিটি ৭ ফোনের হাত ধরে দেশে এসেছিল এই GT Boost গেমিং টেকনোলজি।
ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ২৬ তারিখের মধ্যে লঞ্চ হতে পারে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোন। এই ফোন লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি২ প্রো ৫জি ফোনের সাকসেসর হিসেবে। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে রিয়েলমির এই প্রো মডেল। নতুন, আধুনিক ও উন্নত গেমিং ফিচার থাকার কারণে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে গেম খেলার সময় ইউজাররা কোনও অসুবিধার সম্মুখীন হবেন না।
রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন প্রকাশ্যে এসেছে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা রয়েছে। রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে আগের বছর লঞ্চ হওয়া রিয়েলমি পি২ প্রো ফোনের থেকে আপগ্রেডেড ফিচার থাকবে। টিপস্টার মুকুল শর্মা রিয়েলমি পি৩ প্রো ফোনের ছবি এক্স মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে রেয়ার ক্যামেরা ডিজাইনের ঝলক পাওয়া গিয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটের সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ থাকতে চলেছে। গোলাকার ক্যামেরা মডিউলের মধ্যে সেনসর এবং এলইডি ফ্ল্যাশ থাকবে। ক্যামেরা সেনসর দুটি এবং এলইডি ফ্ল্যাশ সাজানো থাকবে ত্রিভুজাকারে। হাল্কা নীলচে রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোন।
আরও পড়ুন- ভারতে আসছে আইকিউওও সংস্থার নতুন ৫জি ফোন, কোন মডেল লঞ্চ হতে চলেছে