iQOO Smartphones: আইকিউওও জেড১০এক্স ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোন দেশে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে এই নতুন ফোন লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর মে মাসে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে অর্থাৎ বিআইএস ওয়েবসাইটে আইকিউওও জেড১০এক্স ৫জি ফোনের নাম দেখা গিয়েছে। অতএব এটা স্পষ্ট যে ভারতে ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ৫জি ফোন দেশে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। আইকিউওও জেড সিরিজের এই ফোন কবে ভারতে লঞ্চ হবে তা অবশ্য এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে এই ফোন আগে চিনে লঞ্চ হবে। তারপর আসবে ভারতে। 


আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল ১২,৯৯৯ টাকায়। ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল এটি। অতএব ১৫ হাজার টাকার কমেই দাম শুরু হয়েছিল আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের। তবে এর সাকসেসর মডেল আইকিউওও জেড১০এক্স ৫জি ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া যায়নি এখনও। 


আইকিউওও সংস্থার আরও একটি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে 


ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও। এই কোম্পানির নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। জানা গিয়েছে, এবার লঞ্চ হবে আইকিউওও নিও ১০আর মডেল। এই ফোন দেশে কবে লঞ্চ হতে চলেছে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। আইকিউওও নিও সিরিজের এই ফোনে কী কী ফিচার থাকতে পারে তার একটা আভাস আনুষ্ঠানিক লঞ্চের আগেই পাওয়া গিয়েছে। এই ফোন ভারতে লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই, এমনটাই অনুমান করা হচ্ছে। এই প্রথম আইকিউওও কোম্পানি তাদের নিও সিরিজের মধ্যে আর সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে, এটি একটি ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। তবে দাম যে আকাশছোঁয়া হবে তা কিন্তু নয়। সাধারণত ফ্ল্যাগশিপ ফোন মানেই আকাশছোঁয়া দাম হয় সেই মডেলের। তবে আইকিউওও নিও ১০আর ফোনের ক্ষেত্রে তেমনটা হবে না বলেই অনুমান। 


আরও পড়ুন- মার্চের শুরুতেই লঞ্চ হতে পারে নাথিং- এর দুই ফোন, কী কী ফিচার থাকতে পারে?