Realme Phones: ভারতে একসঙ্গে লঞ্চ হয়েছে রিয়েলমি পি৩ প্রো ৫জি এবং রিয়েলমি পি৩এক্স ৫জি - এই দুই ফোন। রিয়েলমির এই দুই ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সাপোর্ট। রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোন পরিচালিত হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসরের সাহাযে। অন্যদিকে রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন পরিচালিত হবে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ চিপসেটের সাহায্যে। দুই ফোনেই অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট রয়েছে।  

ভারতে রিয়েলমি পি৩ প্রো ৫জি এবং রিয়েলমি পি৩এক্স ৫জি ফোনের দাম কত 

রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৪,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৬,৯৯৯ টাকা। গ্যালাক্সি পার্পল, নেবুলা গ্লো এবং স্যটার্ন ব্রাউন- এই তিন রঙে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোন লঞ্চ হয়েছে। বিক্রি শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। 

অন্যদিকে রিয়েলমি পি৩এক্স ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৪,৯৯৯ টাকা। ২৮ ফেব্রুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে রিয়েলমি ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে। লুনার সিলভার, মিডনাইট ব্লু এবং স্টেলার পিঙ্ক- এই তিন রঙে রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। 

ক্রেতারা রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোন কেনার সময় ২০০০ টাকা ছাড় পাবেন। অন্যদিকে রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন কেনার সময় ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। ব্যাঙ্ক কার্ডের অফারে এইসব ছাড় যুক্ত থাকবে। 

রিয়েলমি পি৩ প্রো ৫জি এবং রিয়েলমি পি৩এক্স ৫জি- এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন

  • রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ডিসপ্লে। আর রিয়েলমি পি৩এক্স ৫জি ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। 
  • রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • রিয়েলমি পি৩এক্স ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • ৬০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে ৮০ ওয়াট এবং রিয়েলমি পি৩এক্স ৫জি ফোনে ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে।