Realme Phones: রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন (Realme P3x 5G) ভারতে লঞ্চ হতে চলেছে ফেব্রুয়ারি মাসেই। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ফোন লঞ্চের দিনক্ষণ। আগামী ১৮ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন। রিয়েলমি পি৩ সিরিজের (Realme P3 Series) এই স্মার্টফোনের সঙ্গে লঞ্চ হবে রিয়েলমি পি৩ প্রো ফোনও (Realme P3 Pro)। রিয়েলমি পি৩ প্রো ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর এবং GT Boost গেমিং টেকনোলজি। অন্যদিকে রিয়েলমি পি৩এক্স ৫জি ফোনের ডিজাইন, রং প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি জানা গিয়েছে, রিয়েলমি পি৩ প্রো ফোনে ডার্ক রেয়ার প্যানেল থাকতে চলেছে এবং সেখানে গ্লো কিংবা চকচকে ভাব থাকতে চলেছে।
রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন সম্পর্কে এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে
আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে দেশে। এক্স মাধ্যমে তেমনটাই জানিয়েছে সংস্থা। একই দিনে লঞ্চ হবে রিয়েলমি পি৩ প্রো ফোনও। লঞ্চের পর রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর থেকে। এই দুই জায়গা থেকেই অনলাইনে রিয়েলমি পি৩ প্রো ভ্যারিয়েন্টও কেনা যাবে।
রিয়েলমি সংস্থা জানিয়েছে তাদের রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন লুনার সিলভার, মিডনাইট ব্লু এবং স্টেলার পিঙ্ক- তিনটি রঙে লঞ্চ হবে। সিলভার লুনার মডেলের ব্যাক প্যানেলে এমন টেক্সচার থাকবে যেখানে আলো প্রতিফলিত হবে। আর মিডনাইট ব্লু এবং স্টেলার পিঙ্ক ভ্যারিয়েন্টে থাকতে চলেছে ভেগান লেদার ফিনিশ। রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন ৭.৯৪ মিলিমিটার পুরু হতে চলেছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে রেয়ার প্যানেলের বাঁদিকের কোণে। লম্বালম্বি সাজানো থাকবে ক্যামেরা সেনসর।
রিয়েলমি পি৩ প্রো ফোনে থাকতে চলেছে কোয়াড কার্ভ ডিসপ্লে। এছাড়াও থাকবে ভেপার চেম্বার কুলিং সিস্টেম, যার সাহায্যে ফোন একটানা অনেকক্ষণ ব্যবহার হলেও গরম হবে না। ভিতরের তাপ বেরিয়ে যাবে। এই ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপর্ট পাবেন ইউজাররা। ৭.৯৯ মিলিমিটার পুরু হতে চলেছে এই ফোন। ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে রিয়েলমি পি৩ প্রো ফোন। গ্যালাক্সি পার্পল, নেবুলা গ্লো, স্যাটার্ন ব্রাউন - এই তিন রঙে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৩ প্রো ফোন।
আরও পড়ুন- স্যামসাংয়ের সবচেয়ে সস্তা গ্যালাক্সি ৫জি ফোন হাজির দেশে, কেনা যাবে ১০ হাজার টাকার কমেই