Realme Tablet: রিয়েলমি সি৫৩ (Realme C53) ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি প্যাড ২ (Realme Pad 2)। এই ট্যাবলেটে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, ৮৩৬০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। অগস্ট মাসের প্রথম সপ্তাহে ভারতে এই ট্যাবের বিক্রি শুরু হবে। রিয়েলমি সি৫৩ ফোনের মতোই এই ট্যাবও কেনা যাবে ফ্লিপকার্ট এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। রিয়েলমি প্যাড ২ মডেলে একটি MediaTek Helio G99 প্রসেসর রয়েছে। রিয়েলমি সংস্থার দাবি তাদের এই ট্যাব ১৭ঘণ্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং ব্যাকআপ দেবে। দুটো র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি প্যাড ২। 


ভারতে রিয়েলমির নতুন ট্যাবের দাম


রিয়েলমি প্যাড ২ ডিভাইসের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও এই ট্যাবের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। Inspiration Green এবং Imagination Gray- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি প্যাড ২। আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্রি-অর্ডার। 


রিয়েলমি প্যাড ২ ট্যাবের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ট্যাবে রয়েছে ১১.৫ ইঞ্চির ডিসপ্লে যেখানে ২কে রেজোলিউশন রয়েছে। 

  • ভার্চুয়াল র‍্যাম ফিচারের সাহায্যে এই ট্যাবের র‍্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • রিয়েলমি প্যাড ২ ডিভাইসে ডিসপ্লের উপরে ৮ মেগাপিক্সেলের এআই রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে।

  • এই ট্যাবে ১৯০ ঘণ্টার মিউজিক প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে।

  • ডুয়াল স্টিরিও স্পিকার (ডলবি অ্যাটমোস টেকনোলজি সাপোর্ট যুক্ত) রয়েছে রিয়েলমি প্যাড ২ ডিভাইসে। 


রিয়েলমি সি৫৩ ফোনও এই ট্যাবের সঙ্গেই লঞ্চ হয়েছে ভারতে


রিয়েলমি সি৫৩ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। দু'টি রঙে লঞ্চ হয়েছে এই ফোন। বিক্রি শুরু হবে ২৬ জুলাই থেকে। কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট থেকে। রিয়েলমি সি৫৩ ফোএর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে আরও একটি ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রিয়েলমির ডায়নামিক র‍্যাম ফিচারের সাহায্যে বাড়ানো যায় র‍্যামের পরিমাণ। ফোনের না ব্যবহার হওয়া স্টোরেজের সাহায্যে র‍্যামের পরিমাণ ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 


আরও পড়ুন- আপনার নামে মোবাইল নম্বর নিয়ে অপরাধ? 'অচেনা' নম্বর খুঁজবে TAFCOP