কলকাতা: তৃণমূলের (TMC) ২১ জুলাইয়ের প্রস্তুতি দেখা মিলল সভায় সহ উপাচার্য, রেজিস্ট্রারের! রেজিস্ট্রারের গলায় তৃণমূলের উত্তরীয়, ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে রয়েছেন সহ উপাচার্য! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির অনুষ্ঠান ছিল এদিন। মঞ্চে 'ধর্মতলা চলো' পোস্টার, শাসক নেতার পাশে দাঁড়িয়ে রয়েছেন সহ উপাচার্য। ছবি  প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।  বিতর্কের মুখে রেজিস্ট্রারের দাবি 'জানতাম না ২১ জুলাইয়ের অনুষ্ঠান। পূর্বপরিকল্পিত ছিল না, মঞ্চ বিতর্কে সাফাই সহ উপাচার্যেরও । চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদেরও সভাপতি ।  আর এ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।                                       


মাঝে আর একদিন: ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলি থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তুঙ্গে তৃণমূলের ২১শে জুলাইয়ের প্রস্তুতি। আজ মঞ্চের প্রস্তুতি ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার।  আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে সদ্য শেষ হওয়া, পঞ্চায়েত ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। এই আবহে ২১শে জুলাই দিনটিকে 'শ্রদ্ধা দিবস' হিসাবে পালন করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দূরের জেলাগুলি থেকে ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।


কর্মীদের জন্য ব্যবস্থা: গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদের (Murshidabad) তৃণমূলকর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বুধবার, দুপুরে এখানকার ব্যবস্থাপনা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা বলেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কর্মী-সমর্থকদের।                                     


বিকালে, ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ শে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি দেখতে আসেন কলকাতার পুলিশ কমিশনার। কোথায় কত ফোর্স মোতায়েন করা হবে? ট্রাফিক ব্যবস্থা কীভাবে সামলানো হবে, সেই বিষয়গুলো নিয়ে অফিসারদের সঙ্গে কথা বলেন তিনি। শুক্রবার, তৃণমূলের মেগা কার্নিভ্যাল। তার আগে, জোরকদমে চলছে প্রস্তুতি।       


আরও পড়ুন: Tomato Prices Reduced : আরও খানিকটা কমছে টোম্যাটোর দাম


                  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial