Realme Tab: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমির (Realme) নতুন ট্যাব (Tab), একথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে রিয়েলমি সংস্থা নিশ্চিত ভাবেই জানিয়ে দিয়েছে যে তাদের ডিভাইস রিয়েলমি প্যাড এক্স (Realme Pad X) ভারতে লঞ্চ হবে। চলতি বছরের শুরুর দিকে চিনে লঞ্চ হয়েছিল রিয়েলমির এই ট্যাব। অনুমান, চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতের মডেলের মিল থাকবে। তবে রিয়েলমি প্যাড এক্স ভারতে লঞ্চ হবে শোনা গেলেও নিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি। রিয়েলমি প্যাড এক্স ট্যাবে থাকতে পারে ১১ ইঞ্চির ডিসপ্লে। সেখানে থাকতে পারে ২কে রেজোলিউশন। এই ট্যাবে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ট্যাবের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেখানেই বলা হয়েছে যে এই ট্যাব ভারতে লঞ্চ হবে এবং কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।
রিয়েলমি প্যাড এক্স এই ট্যাব ভারতে লঞ্চ হতে পারে গ্লেসিয়ার ব্লু, রেসিং গ্রিন এবং গ্লোয়িং গ্রে- এই তিনটি রঙে। দুটো র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ট্যাব লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি প্যাড এক্স, এই ট্যাব। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে এইসব রঙ এবং র্যাম ও স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল রিয়েলমি প্যাড এক্স ট্যাবলেট। অনুমান ভারতেও এভাবেই লঞ্চ হবে রিয়েলমির নতুন ট্যাব। ভারতে রিয়েলমি প্যাড এক্স ট্যাবের দাম কত হতে পারে সেই প্রসঙ্গেও কিছু জানা যায়নি।
রিয়েলমি প্যাড এক্স- এই ট্যাবলেটের ভারতীয় ভ্যারিয়েন্টে সম্ভাব্য কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে, দেখে নিন
১। এই ট্যাবের ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
২। এই ট্যাবে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। ফ্রন্ট ক্যামেরা সেনসরের মেগাপিক্সেল এখনও জানা যায়নি। তবে এখানে একটি ১০৫ ডিগ্রির ফিল্ড ভিউ পাওয়া যেতে পারে বলে শোনা গিয়েছে।
৩। রিয়েলমির আসন্ন ট্যাবে একটি ৮৩৪০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এখানে কোয়াড স্পিকার এবং সেখানে ডলবি অ্যাটমোস সাপোর্ট থাকতে পারে।
আরও পড়ুন- ১১ ইঞ্চির ডিসপ্লে, ৭৭০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে হাজির লেনোভো ট্যাব পি১১ প্লাস, দাম কত?