Realme Phones: ভারতে রিয়েলমি সংস্থা নতুন একটি ফোন লঞ্চ করতে চলেছে তা আগেই শোনা গিয়েছে। এও জানা গিয়েছিল যে, রিয়েলমি তাদের 'নারজো' সিরিজের একটি ফোন লঞ্চ করবে। চলতি বছর এপ্রিল মাসে রিয়েলমি নারজো ৮০ ৫জি সিরিজ ভারতে লঞ্চ হয়েছিল। তাই অনুমান করাই হয়েছিল রিয়েলমি ৯০ সিরিজের ৫জি ফোন হয়তো লঞ্চ হতে পারে সাকসেসর হিসেবে। রিয়েলমি তাদের নারজো সিরিজের দুটো ফোন লঞ্চ করবে এই আভাসও পাওয়া গিয়েছিল আগেই। রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজেরই দুটো ফোন আসতে চলেছে ভারতে। তবে এই দুই ফোনের ডিজাইন এবং ফিচার হবে আলাদা, অন্তত টিজারে প্রকাশিত ছবিতে তেমনই আভাস পাওয়া গিয়েছে। 

Continues below advertisement

ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজের জন্য তৈরি হয়েছে মাইক্রোসাইট। অতএব লঞ্চের পর অনলাইনে নতুন ফোন যে অ্যামাজন থেকে কেনা যাবে তা স্পষ্ট। রিয়েলমি নারজো ৯০ প্রো ৫জি এবং রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোন লঞ্চ হতে পারে ভারতে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। রিয়েলমি সংস্থাও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 

রিয়েলমির আসন্ন ফোনের একটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে এক ধরনের ডিজাইনে। অন্যদিকে আরেকটি ফোনেও ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা রয়েছে, কিন্তু অন্য ডিজাইনে। রিয়েলমি নারজো সিরিজের যে দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে, তার মধ্যে একটি মডেল, যেখানে তিনটি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে, সেখানে আয়তাকার ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকবে আরও ২টো অতিরিক্ত সেনসর। আরেকটি ফোনের ব্যাক প্যানেলে চৌকো আকৃতিক রেয়ার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। সেখানে ত্রিভুজাকারে তিনটি ক্যামেরা সেনসর সাজানো থাকবে। আর আলাদা করে থাকবে ফ্ল্যাশ ইউনিট। 

Continues below advertisement

Vivo Phones: ভিভো এস৫০ সিরিজ চিনে লঞ্চ হতে চলেছে এই মাসের শেষের দিকে কিংবা পরের মাসের শুরুতে। এই স্মার্টফোন সিরিজের ফোন ভারতেও লঞ্চ হবে, তবে অন্য নামে। ভিভো 'ভি' সিরিজের ফোন হিসেবে আসবে নতুন মডেল। চিনে লঞ্চ হবে ভিভো এস৫০ এবং ভিভো এস৫০ প্রো মিনি- এই দুই ফোন। এর মধ্যে থেকে ভিভো এস৫০ লঞ্চ হবে ভারতেও, তবে অন্য নামে। ভিভো ভি৭০ নামে সম্ভবত এই ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। যদিও ভিভো সংস্থার তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি এখনও।