Realme Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমির নতুন ৫জি ফোন (Realme 5G Phone)। এবার আসছে রিয়েলমি নারজো সিরিজের (Realme Narzo Series) একটি নতুন মডেল। জানা গিয়েছে, আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোন (Realme Narzo N65 5G)। আগামী ২৮ মে দুপুর ১২টায় এই ফোনলঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোনের ডিজাইন এবং বেশ কিছু ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে একটি বড় আয়তনের গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল। এই ফোন লঞ্চ হচ্ছে রিয়েলমি নারজো এন৫৫ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে। গতবছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি নারজো এন৫৫ ৫জি ফোন। এই ফোনে ছিল মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর এবং ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট ও ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জলে এবং ধুলোয় সহজে ফোন নষ্ট হবে না। এছাড়াও এই ফোনে রয়েছে রেনওয়াটার স্মার্ট টাচ ফিচারের সাপোর্ট। ভারতে লঞ্চের পর রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোন অ্যামাজন ইন্ডিয়া, এই ই-কমার্স সংস্থার ওয়েবসাইট থেকে কেনা যাবে।

  


রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে চলেছে ও কেমন ডিজাইন হতে চলেছে এই ফোনের- দেখে নেওয়া যাক একঝলকে 



  • মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর থাকতে চলেছে রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনে। সোনালি রঙে রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোন লঞ্চ হতে পারে। 

  • এই ফোনের ব্যাক প্যানেলের রেয়ার ক্যামেরা মডিউলে দুটো ক্যামেরা সেনসর থাকবে। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। এর সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ ইউনিট। 

  • ফোনের ডানদিকের সাইডের অংশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। 


ভারতে সম্প্রতিই লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৬টি ফোন 


এই ফোনের বেস মডেল যা ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার দাম ৩০,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল। তার দাম ৩২,৯৯৯ টাকা। আর রিয়েলমি জিটি ৬টি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা। আরও একটি র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে রিয়েলমির নতুন ফোন। তার দাম ২৯,৯৯৯ টাকা। 


আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু টেকনো Camon ৩০ সিরিজের, কোন কোন ফোন কেনা যাবে? কী কী অফার রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।