Realme Phones: ভারতে লঞ্চ হল রিয়েলমির এই নতুন স্মার্টফোন (Realme Smartphones)। এই ফোন রিয়েলমির 'জিটি' সিরিজের (Realme GT Series) একটি মডেল। এবার লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৬টি ফোন (Realme GT 6T)। এই ফোনে রয়েছে কোয়ালকমের ৪ এনএম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেট। ভারতে এই প্রথম কোনও স্মার্টফোন লঞ্চ হল যেখানে কোয়ালকমের এই প্রসেসর রয়েছে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রিয়েলমি জিটি ৬টি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে যা একটি সোনি এলওয়াইটি-৬০০ সেনসর। এই ফোনে একটি ৫৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
ভারতে রিয়েলমি জিটি ৬টি ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে শুরু হবে ফোনের বিক্রি, কী কী অফার থাকছে এবং কোন কোন রঙে এই ফোন দেশে লঞ্চ হয়েছে- জেনে নিন সবিস্তারে
এই ফোনের বেস মডেল যা ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার দাম ৩০,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল। তার দাম ৩২,৯৯৯ টাকা। আর রিয়েলমি জিটি ৬টি ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা। আরও একটি র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে রিয়েলমির নতুন ফোন। তার দাম ২৯,৯৯৯ টাকা।
ফ্লুইড সিলভার এবং রেজর গ্রিন- এই দুই রঙে রিয়েলমি জিটি ৬টি ফোন ভারতে লঞ্চ হয়েছে। আগামী ২৯ মে দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনে এই ফোন কেনা যাবে রিয়েলমি সংস্থার অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। যদি ক্রেতারা আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই- এর কার্ডের মাধ্যমে রিয়েলমি জিটি ৬টি ফোন কেনেন, তাহলে ৪০০০ টাকা ছাড় পাবেন। এছাড়াও ক্রেতারা পেতে পারেন ২০০০ টাকা এক্সচেঞ্জ অফার, অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনার সুবিধা থাকছে। অতএব সব মিলিয়ে ফোনের দাম ৬০০০ টাকা কমতে পারে।
আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু হচ্ছে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের, কী কী অফার থাকছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।