Smartwatch: বোট সংস্থার নতুন স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টওয়াচের নাম Boat Enigma Z20 যেখানে রয়েছে একটি ১.৫১ ইঞ্চির গোলাকার এইচডি ডিসপ্লে। ডিজাইনের দিক থেকে এই স্মার্টওয়াচ ট্র্যাডিশনাল হলেও দেখে স্পষ্ট বোঝা যাবে যে এটি একটি luxury ডিজাইনের স্মার্টওয়াচ। ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে Boat Enigma Z20 স্মার্টওয়াচে। এটি একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ওয়ারেবল ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে এই স্মার্টওয়াচ নষ্ট হবে না। বাইরে থেকে এই স্মার্টওয়াচ যাতে শক্ত হয় অর্থাৎ পড়ে গেলে ভেঙে না যায় বা খারাপ না হয়, তার জন্য হাই-টেনসিল মেটাল দিয়ে তৈরি হয়ছে বোটের নতুন স্মার্টওয়াচ Boat Enigma Z20। তিনটি স্ট্র্যাপের অপশন নিয়ে লঞ্চ হওয়া এই স্মার্টওয়াচে রয়েছে একটি ফাংশনাল ক্রাউন। একাধিক ফিটনেস ট্র্যাকার এবং স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। 


ভারতে Boat Enigma Z20 স্মার্টওয়াচের দাম


জেট ব্ল্যাক রবার স্ট্যাপের স্মার্টওয়াচের দাম ৩২৯৯ টাকা। মেটাল ব্ল্যাক স্ট্র্যাপ কিংবা ব্রাউন লেদার স্ট্র্যাপ নিতে হলে দিতে হবে ৩৪৯৯ টাকা। বোট সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কিনতে পারবেন আগ্রহীরা। 


Boat Enigma Z20 স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই স্মার্টওয়াচে রয়েছে HD LCD ডিসপ্লে। ১০০-র বেশি ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে বোটের এই স্মার্টওয়াচে। গোলাকার ডায়ালের বাঁদিকে রয়েছে একটি ওয়ার্কিং ক্রাউন। 

  • ব্লুটুথ ৫.০ সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। ব্লুটুথ কলিংয়ের পাশাপাশি একটি কুইক ডায়াল প্যাডের সুবিধাও পাবেন ইউজাররা। বোটের এই স্মার্টওয়াচে প্রায় ২৫০ কনট্যাক্ট সেভ রাখা সম্ভব। 

  • এমার্জেন্সি এসওএস ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। ১০০-র বেশি স্পোর্টস মোডের সুবিধাও রয়েছে। এর পাশাপাশি Boat Enigma Z20 স্মার্টওয়াচে রয়েছে একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার। সেই তালিকায় হার্ট রেট মনিটর, SpO2, প্রতিদিনের অ্যাক্টিভিটি, গাইডেড ব্রিদিং এইসব ফিচারের সাপোর্ট রয়েছে। 

  • বোটের এই স্মার্টওয়াচে ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচারের সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ক্যামেরা কন্ট্রোল, ফ্রি ইন-বিল্ট গেমস, মিউজিক কন্ট্রোল, অ্যালার্ম, কাউন্টডাউন টাইমার, ফাইন্ড মাই ফোন, সেডেন্ডারি অ্যালার্ট (ইউজারকে জল খাওয়ার বার্তা দেবে স্মার্টওয়াচ, কম জল খাওয়া হলেও জানাবে) এইসব ফিচারের সাপোর্ট রয়েছে। 

  • বোট সংস্থার এই স্মার্টওয়াচে একবার পুরো চার্জ দিলে যদি ব্লুটুথ কলিং ফিচার চালু না থাকে তাহলে ৫ দিন পর্যন্ত স্মার্টওয়াচের ব্যাটারি চালু থাকবে। আর এই ফিচার চালু থাকলে ২ দিন পর্যন্ত চালু থাকবে স্মার্টওয়াচ। 


আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজে থাকতে পারে এআই ফটো এডিটিং টুল, কী কী সুবিধা পাবেন ইউজাররা?