বেজিং : X7-এর পর এবার ফ্ল্যাগশিপ ফোন আনছে রিয়েলমি। টেক সাইটগুলোর গোপন তথ্য বলছে, শীঘ্রই চিনের বাজারে লঞ্চ হতে পারে Realme X9, Realme X9 Pro। তবে এক্ষেত্রে দুই ফোনে আলাদা প্রসেসর দেওয়ার ভাবনা রয়েছে চিনা সংস্থার।
সম্প্রতি চিনের রেগুলেটরি অথরিটির ওয়েবসাইটে দেখা গিয়েছে এই ফোন। যা নিয়ে কৌতূহলের শেষ নেই টেক ব্লগারদের মধ্যে। অনেকেই বলছেন, বাকি চাইনিজ কোম্পানিগুলিকে মাত দিতে একের পর এক ফোন লঞ্চ করে চলেছে রিয়েলমি। মূলত, ভারতের বাজার তাদের কাছে একটা আস্থার জায়গা। কম দামে উন্নত ফিচার দেওয়ায় সহজেই ভারতের মোবাইল মার্কেট ধরতে পেরেছে এই কোম্পানি।
গোপন তথ্য সত্যি হলে Realme X9-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ চিপসেট দিয়েছে চিনা সংস্থা। Realme X9 Pro-তে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ ৮৭০ প্রসেসর। গত বছর চিনে সেপ্টেম্বর মাসে লঞ্চ করেছিল কোম্পানির ফ্ল্যাগশিপ X7 সিরিজ। পরবর্তীকালে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তা ভারতের বাজারে আত্মপ্রকাশ করে। উইবোর লিকস বলছে, চিনের মুদ্রা অনুযায়ী Realme X9-এর দাম হতে পারে ২২,৮০০ টাকা । বাকি Realme X9 Pro-এর দাম হতে পারে ২৮,৫০০ টাকা।
ফোনের স্পেসিফিকেশন
ফোনে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে বলে উইবো সূত্রে খবর। ৪৫০০ এমএএইচের ব্যাটারি দেওয়া হতে পারে ফোনে। ৫জি সাপোর্টের এই ফোন চলতে পারে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। Realme X9 Pro-তে সম্ভবত কার্ভ ডিসপ্লের সঙ্গে ১২০ হার্টসের রিফ্রেশ রেট দিচ্ছে কোম্পানি। ফলে গেমিংয়ের সময় ফ্রেম ড্রপ বা স্ক্রিনের উজ্জ্বলতা নিয়ে সমস্যা হওয়ার কথা নয় ক্রেতাদের। তবে এসবই টিপস্টারদের গোপন তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে। এখনই কোম্পানি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই নিয়ে কোনও টিজার ছাড়েনি।
কী থাকতে পারে ক্যামেরায় ?
ফ্ল্যাগশিপ Realme X9 Pro-তে সম্ভবত ১০৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর দেবে কোম্পানি। বাকি আল্ট্রাওয়াইড ও ডেপথ বা ম্যাক্রো সেন্সিংয়ের জন্য দেওয়া হতে পারে ১৩ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা। তবে সেলফি ক্যামেরার বিষয়ে এখনও কিছুই খবর সামনে আসেনি। মনে করা হচ্ছে, অন্য চাইনিজ কোম্পানিগুলির মতো এবার সেলফি ক্যামেরাতেও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দিতে পারে কোম্পানি।