Redmi 10 Sunrise Orange: রেডমি সংস্থা তাদের রেডমি ১০ (Redmi 10) ফোনের ক্ষেত্রে নতুন রঙের ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। গতবছর ভারতে লঞ্চ হয়েছিল রেডমি ১০। সানরাইজ অরেঞ্জ (Sunrise Orange) রঙে ভারতে লঞ্চ হয়েছে নতুন রেডমি ১০ ফোন। শুধুমাত্র রঙ ছাড়া এই ফোনে আর নতুন কোনও ফিচার যুক্ত হয়নি। বরঙ্গাগের রেডমি ১০ ফোনের সঙ্গে ফিচার ও স্পেসিফিকেশনে মিল রয়েছে রেডমির নতুন ফোনের ভ্যারিয়েন্টের। ভারতে রেডমি ১০ ফোনের সানরাইজ অরেঞ্জ ভ্যারিয়েন্টের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। 


রেডমি ১০ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। অ্যান্ড্রয়েড ১১-র সাহায্যে পরিচালিত হবে এই ফোন। 

  • রেডমি ১০ সানরাইজ অরেঞ্জ রঙে ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। 

  • রেডমির এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর রয়েছে। রেয়ার প্যানেলে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • এই ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ফোনের ওজন প্রায় ২০৩ গ্রাম। এখানেকানেক্টিভিটি অপশন হিসেবে ৪জি এলটিই, ওয়াই-ফাই 802.11ac, ব্লুটুথ ভি ৫.০, জিপিএস/এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে। ফোনের পিছনের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 


Best Selling Phone 2022: ২০২২ সাল অর্থাৎ গতবছর নিঃসন্দেহে অ্যাপেল (Apple iPhone) সংস্থার ব্যবসার জন্য একটি দুর্দান্ত বছর হিসেবে চিহ্নিত হয়েছে। কারণ সমীক্ষা বলছে, গতবছর বেস্ট সেলিং টপ ১০ ফোনের তালিকায় ৮টি মডেল আইফোনের। এর মধ্যে বেস্ট সেলিং ফোনের শীর্ষে রয়েছে আইফোন ১৩ (iPhone 13)। দশম স্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোন। দ্বিতীয় থেকে নবম স্থানের মধ্যে রয়েছে একগুচ্ছ আইফোনের নাম। 


Yellow iPhone: হলুদ রঙে লঞ্চ হয়েছে আইফোন। গতবছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছে আইফোন ১৪ সিরিজ। তারই দুটো মডেল এবার নতুন করে উজ্জ্বল হলুদ রঙে লঞ্চ হয়েছে। নতুন রঙের ভ্যারিয়েন্টে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস লঞ্চ হয়েছে। হলুদ রঙে এখন পাওয়া যাচ্ছে এই দুই আইফোন মডেল। এছাড়াও থাকছে আগের পাঁচটি রঙের ভ্যারিয়েন্ট।


আরও পড়ুন- সাবধান ! এই ব্যাঙ্কের নামে আসছে প্রতারণামূলক SMS, লিঙ্কে ক্লিক করলেই উধাও হবে টাকা