Redmi C12: রেডমি ১২সি (Redmi C12) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৩০ মার্চ। এর আগে চিনে লঞ্চ হয়েছে এই ফোন। এরপরে গ্লোবাল মার্কেটেও লঞ্চ হয়েছে রেডমি 'সি' সিরিজের (Redmi C Series Phone) এই ফোন। রেডমি ১২ সিরিজের আরও একটি ফোন রেডমি নোট ১২ ৪জি- ও একই দিনে ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে রেডমি ১২সি ফোন অ্যামাজন থেকে কেনা যাবে। অন্যদিকে রেডমি নোট ১২ সিরিজের বাকি ফোনগুলি ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে।

  


ভারতে রেডমি ১২সি ফোনের দাম কত হতে পারে


কালো, সি-ব্লু, মিন্ট গ্রিন এবং ল্যাভেন্ডার- এই চারটি রঙে ভারতে লঞ্চ হতে পারে রেডমি ১২সি ফোন। অ্যামাজনের ওয়েবসাইটে দেখা গিয়েছে রেডমি ১২ সি ফোনের দাম হতে পারে ১০ হাজার টাকার কম। এই ই-কমার্স সংস্থা থেকেই রেডমি ১২সি ফোন কেনা যাবে।   


রেডমি ১২সি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ডুয়াল সিমের সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে একটি ৬.৭১ ইঞ্চির এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে। 

  • এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট থাকতে পারে এই ফোনে।

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে রেডমি ১২সি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে সেকেন্ডারি QVGA লেন্স ডেপথ সেনসর। ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 

  • রেডমি ১২সি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, AI সাপোর্টের আনলক ফিচার, ওয়াই-ফাই, ব্লুটুথ, এফএম রেডিও ইত্যাদি কানেক্টিভিটি ফিচার থাকতে পারে এই ফোনে। 


OnePlus Nord CE 3 Lite 5G: ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা ভারতে তাদের নতুন ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। এবার লঞ্চ হবে ওয়ানপ্লাসের নর্ড সিরিজের ফোন (OnePlus Nord Series)। এর আগে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ফোন। এবার তারই সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন। আগামী ৪ এপ্রিল এই ফোন দেশে লঞ্চ হবে। শোনা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে প্যাস্টেল লাইম এবং ক্রোম্যাটিক গ্রে- এই দুই রঙে। 


আরও পড়ুন- ভারতে কত দাম লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন?