Redmi Phones: রেডমির নতুন ফোন রেডমি ১৪সি (Redmi 14C) লঞ্চ হতে পারে আগামী ৩১ অগস্ট। ভারতে এই ফোন সেদিন লঞ্চ হবে কিনা তা স্পষ্ট নয়। আপাতত ভিয়েতনামের রিটেলার ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। তাই অনুমান ভিয়েতনামে রেডমি ১৪সি ফোন (Redmi Phones) লঞ্চ হতে চলেছে আগামী ৩১ অগস্ট। এই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, রেডমি ১৪সি ফোনে ৬.৮৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। গতবছর লঞ্চ হয়েছিল রেডমি ১৩সি ফোন (Redmi 13C)। তারই সাকসেসর হিসেবে রেডমি ১৪সি ফোন লঞ্চ হবে। আপাতত ভিয়েতনামে যে এই ফোন লঞ্চ হচ্ছে ৩১ অগস্টে সেটা স্পষ্ট। কালো, নীল এবং সবুজ রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে।  


রেডমি ১৩সি ফোনের থেকে অনেকটাই আলাদা দেখতে হতে চলেছে রেডমি ১৪সি ফোন। রেডমির নতুন ফোনে গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে এই ফোনে। তার সঙ্গে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। এই ফোনের এলসিডি ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। আর এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ হবে। এই ফোনের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট থাকবে। ফোনের ডিসপ্লের উপরের দিকে মাঝ-বরাবর ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন দেখা যাবে যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে। রেডমি ১৪সি ফোনে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৯১ প্রসেসর সাপোর্টও থাকবে এবং তার সঙ্গে ১২৮ জিবি ও ২৫৬ জিবি ও ৪ জিবি র‍্যাম যুক্ত থাকবে। রেডমি ১৩সি ভারতে গতবছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল ৭৯৯৯ টাকা। অনুমান, রেডমি ১৪সি ফোনের দামও ইউজারদের সাধ্যের মধ্যেই থাকবে। 


এবছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১৩ ৫জি ফোন, দাম ১৫ হাজার টাকার মধ্যেই রয়েছে 


এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৪৯৯ টাকা। হাওয়াইয়ান ব্লু, ব্ল্যাক ডায়মন্ড এবং অর্কিড পিঙ্ক- এই তিন রঙে রেডমি ১৩ ৫জি ফোন লঞ্চ হয়েছে দেশে। অনলাইনে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন, রেডমির অনলাইন স্টোর থেকে। এছাড়াও অফলাইনে পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোরে। 


আরও পড়ুন- ট্রেনে বেড়াতে যাচ্ছেন? হ্যাকারদের থেকে কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার ফোন? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।