Redmi A1: রেডমি এ১ (Redmi A1) ফোন লঞ্চ হয়েছে ভারতে। শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড রেডমির (Redmi) এই ফোন একটি বাজেট স্মার্টফোন (Budget Smartphone)। রেডমি এ১ ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। ক্লাসিক ব্ল্যাক, লাইট গ্রিন এবং লাইট ব্লু রঙে লঞ্চ হয়েছে রেডমি এ১ ফোন। একটিই র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ১ ফোন। Mi.com, Mi Home এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে রেডমি এ১ ফোন কেনা যাবে। ৯ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। রেডমি এ১ ফোনে কী কী ফিচের এবং স্পেসিফিকেশন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক।


রেডমি এ১ ফোনে কী কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন



  • এই ফোনে ডিসপ্লের উপর একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন রয়েছে যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করা থাকবে। 

  • রেডমি এ১ ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর রয়েছে।

  • এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। 

  • রেডমি এ১ ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ১০ ওয়াটের চার্জিং ফিচারের সাপোর্ট। 

  • এছাড়াও রয়েছে ২০-টিরও বেশি আঞ্চলিক ভাষার সাপোর্ট এবং পরিষ্কার অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স।

  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২-র সাপোর্ট। রেডমি এ১ ফোনে একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। 

  • রেডমি এ১ ফোনের একটি AI ফিচার সম্পন্ন ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে আরও একটি ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • রেডমি এ১ ফোনের ৩২ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।


রেডমি এ১ ফোনের সঙ্গে শাওমির এই সাব-ব্র্যান্ড সংস্থা রেডমি ১১ প্রাইম ৫জি এবং রেডমি ১১ প্রাইম ৪জি ফোন লঞ্চ করেছে। একসঙ্গে রেডমি ‘এ’ সিরিজের এই তিনটি স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতে। এই দুই ফোনের বিক্রিও শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে। জানা গিয়েছে, রেডমি ১১ প্রাইম ৫জি এবং রেডমি ১১ প্রাইম ৪জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি।   


আরও পড়ুন- এত দামি ফোন, অথচ চার্জার নেই! মোটা টাকা জরিমানা অ্যাপল-কে, আইফোনের বিক্রি নিষিদ্ধ করল এই দেশ