রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ: ভাঙন (Erosion) আতঙ্ক অব্যাহত মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে। প্রতাপগঞ্জের পর এবার নতুন করে ভাঙন শুরু হয়েছে শিবপুর (Shibpur) এলাকায়। বুধবার সকালে চোখের নিমেষে নদী গর্ভে তলিয়ে যায় শিবপুরের বেশ কয়েকটি বাড়ি। ভাঙন আতঙ্কে ঘরছাড়া বহু পরিবার। বর্তমানে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের সদস্যের আশ্রয়স্থল চাচন্ডো নিম্ন বুনিয়াদি প্রাইমারি স্কুল।


ভাঙন আতঙ্ক অব্যাহত মুর্শিদাবাদে: সামশেরগঞ্জে গঙ্গায় (Ganges) ভয়াবহ ভাঙন (Erosion)। তলিয়ে গেল একাধিক বাড়ি। শিবপুর (Shibpur) গ্রামজুড়ে এখন শুধুই সব হারানোর হাহাকার। বিপজ্জনক পরিস্থিতিতে, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা এখন ভিটে ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করছেন। আরও বেশ কিছু বাড়ি যে কোনও সময়ে তলিয়ে যাওয়ার আশঙ্কা। বিপজ্জনক পরিস্থিতিতে আতঙ্কিত মানুষজন।


অসহায় পরিস্থিতি নদী পাড়ের বাসিন্দাদের:  বর্ষা আসে বর্ষা যায়, কিন্তু মানুষের যন্ত্রণা মেটে না। এবছরও ভাঙনের কবলে অসহায় পরিস্থিতি নদী পাড়ের বাসিন্দাদের। লাগাতার ভাঙন হচ্ছে। যা নিয়ে ক্ষোভ জন্মেছে অসহায় মানুষদের মনে। এদিন সকালে গঙ্গায় হুড়মুড়িয়ে ভেঙে যায় একাধিক বাড়ি। শিবপুরে ভাঙন আতঙ্কে ঘরছাড়া তারা মণ্ডল, বিপদ সিংহ।  নদী পাড়ের অন্য বাড়িগুলিও পড়ে যাওয়ার আশঙ্কায। ইতিমধ্যেই বাড়ি ভেঙে যতটুকু সম্বল বাঁচানো যায়, সেই আশায় রয়েছেন গ্রামবাসীরা। সকাল থেকে এলাকায় উঠছে কান্নার রোল। সাংবাদ মাধ্যমকে দেখে কার্যত কান্নায় ভেঙে পড়েন সেখানকার বাসিন্দারা। ভাঙন মোকাবিলায় স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন গ্রামের মানুষ। ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারকে প্রাথমিক বিদ্যালয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে।


মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভাঙন আতঙ্ক যেন কাটছেই না। বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপগঞ্জ গ্রামে গঙ্গা ভাঙ্গন শুরু হয় গতকাল সকাল থেকে। ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে দুটি বাড়ি। আরও বেশ কিছু বাড়ি যে কোনও সময়ে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সেখানেও। একদিকে জলপাইগুড়ির বানারহাট, অন্যদিকে মালদার রতুয়া, ভাসছে গ্রামের পর গ্রাম। রাতভর টানা বৃষ্টি হয়েছে ভুটান পাহাড় ও ডুয়ার্সে। ফুঁসছে ডুডুয়া, জলঢাকা, কালুয়া, আংরাভাসা নদী। জলবন্দি হয়ে পড়েছে দেড়শোরও বেশি পরিবার। টানা বৃষ্টি ঘুম কেড়েছে মালদার রতুয়ার বাসিন্দাদেরও। রবিবারই বিপদসীমা পেরিয়েছে গঙ্গা। পাল্লা দিয়ে বাড়ছে ফুলহারের জলস্তরও। রুহিমারি, গঙ্গারামটোলা, সম্বলপুর, কোতুয়ালি-সহ প্রায় ২০টি গ্রাম জলের তলায়। 


আরও পড়ুন: Baguiati Twin Murder: খুনের আগে বাইক শো-রুমে নিয়ে যাওয়া হয় ২ পড়ুয়াকে, কী ঘটে সেখানে?