Redmi A2 Series: সম্প্রতি ইউরোপে লঞ্চ হয়েছে রেডমি এ২ (Redmi A2) এবং রেডমি এ২ প্লাস (Redmi A2 Plus) - এই দুই স্মার্টফোন। রেডমি এ১ সিরিজের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে রেডমি এ২ সিরিজের এই দুই ফোন। জানা গিয়েছে, এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর এবং প্রায় ৩ জিবি পর্যন্ত র্যাম। শাওমির গ্লোবাল ওয়েবসাইটে এই দুই ফোনের নাম, ফিচার দেখা গেলেও দাম সম্পর্কে কিছু জানা যায়নি। তিনটি রঙে লঞ্চ হয়েছে রেডমি এ২ এবং রেডমি এ ২ প্লাস - এই দুই ফোন। রেডমি এ২ ফোনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই দুই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ - এর শক্তিশালী ব্যাটারি।
রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস - এ দুই ফোন লঞ্চ হয়েছে কালো, হাল্কা সবুজ এবং হাল্কা নীল রঙে। ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ, এই দুই ভ্যারিয়েন্টে রেডমি এ২ সিরিজের এই দুই ফোন লঞ্চ হয়েছে।
রেডমি এ২ সিরিজের এই দুই ফোনের স্পেসিফিকেশন
- রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস এই দুই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) আউট অফ দ্য বক্স - এর সাহায্যে। এই দুই ফোনে থাকতে পারে ৬.৬২ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন।
- রেডমি এ২ সিরিজের এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। তার সঙ্গে ৩ জিবি পর্যন্ত র্যাম এবং ৩২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে।
- ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। তার সঙ্গে রয়েছে QVGA লেন্স। এছাড়াও এলইডি ফ্ল্যাশ রয়েছে ফোনের ব্যাক প্যানেলে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- রেডমি এ২ সিরিজের এই দুই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই দুই ফোনে রয়েছে ডুয়াল সিম, ৪ জি সাপোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ ও আরও অনেক কিছু।
Redmi Note 12 Series: রেডমি নোট ১২ টার্বো (Redmi Note 12 Turbo) ফোন লঞ্চ হতে চলেছে চিনে। বলা হচ্ছে, রেডমি নোট ১২ সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন হতে চলেছে এই মডেল। রেডমি নোট ১২ সিরিজের অন্যান্য ফোন চিনে এবং ভারতে লঞ্চের পর গ্লোবাল মার্কেটেও লঞ্চ হয়েছে। এবার আসছে রেডমি নোট ১২ টার্বো ফোন। আপাতত এই ফোন চিনেই লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন- লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ টার্বো, প্রকাশ্যে সম্ভাব্য ফিচার-স্পেসিফিকেশন