Redmi Smartphones: রেডমি এ৩ (Redmi A3) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৪ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই এই ফোনের বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত ভাবে জানা গিয়েছে। রেডমি এ৩ ফোনে থাকতে চলেছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৬ জিবি ইনবিল্ট র্যাম, ৬ জিবি ভার্চুয়াল র্যাম (Virtual RAM), ৫০০০ এমএএইচ ব্যাটারি। রেডমি এ৩ ফোনের ডিজাইনও প্রকাশ্যে এসেছে। ফোনের রেয়ার প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল (Circular Camera Module) দেখা গিয়েছে। এখানে ডুয়াল রেয়ার ক্যামেরা (Dual Rear Camera) সেটআপ থাকবে। রেডমি এ৩ ফোনের জন্য যে ল্যান্ডিং পেজ তৈরি হয়েছে সেখানে দেখা গিয়েছে সবুজ রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। এছাড়াও এই ফোনের রেয়ার প্যানেলে একটি লেদার টেক্সচার থাকতে চলেছে। রেডমি এ২ ফোনেও এই লেদার ফিনিশ ছিল। রেডমি এ৩ ফোনের ব্যাক প্যানেলে যে গোলাকার ক্যামেরা মডিউল থাকবে তাকে বলা হয় halo ডিজাইন। এই ফোনে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টের সাহায্যে ব্যাটারিতে চার্জ দেওয়া যাবে। রেডমি এ২ ফোনে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের স্ক্রিন ছিল। কিন্তু তার সাকসেসর মডেলে ডিসপ্লের রিফ্রেশ রেট কিছুটা বেশি, ৯০ হার্টজ। এছাড়াও রেডমি এ৩ ফোন পরিচালিত হতে পারে একটি মিডিয়াটেক প্রসেসরের সাহায্যে। তবে নিশ্চিত ভাবে প্রসেসরের নাম এখনও জানা যায়নি।
রেডমি এ৩ ফোনে ৬ জিবি পর্যন্ত র্যাম থাকতে পারে। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ নিয়ে একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে। অন্যায় র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি এখনও। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটিংসে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। এর পাশাপাশি ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে রেডমি এ৩ ফোনে। এছাড়াও এই ফোনে ৬.৭১ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। রেডমি এ২ ফোনে ৬.৫২ ইঞ্চির স্ক্রিন ছিল। অর্থাৎ শুধু রিফ্রেশ রেট নয় আগের মডেলের তুলনায় নতুন ফোনের ডিসপ্লে সাইজও বড়। ৩২ জিবি এবং ১২৮ জিবি স্টোরজ রেডমি এ৩ ফোন লঞ্চ হতে পারে। অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশনের সাপোর্ট থাকতে পারে এই ফোন। আর ডিভাইস লঞ্চ হতে পারে কালো, নীল এবং ফরেস্ট গ্রিন রঙে।