Redmi Smartphones: রেডমি এ৩ ফোন (Redmi A3) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়িই। রেডমি এ২ (Redmi A2) ফোনের সাকসেসর হিসেবে এই ফোন লঞ্চ হবে দেশে। ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্সের ওয়েবসাইটে রেডমি এ৩ ফোনের নাম দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান, এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। আগের মডেলের তুলনায় রেডমি এ৩ ফোনে বেশ কিছু আপগ্রেড থাকবে বলে অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে। এর আগে রেডমি এ৩ ফোন একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। এবার বলা হচ্ছে, এই ফোনের রিটেল বক্স নাকি প্রকাশ্যে এসেছে। আর তার থেকেই ফাঁস হয়েছে এই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন। সেগুলি কী কী, চলুন দেখে নেওয়া যাক।
রেডমি এ৩ ফোনের যে রিটেল বাক্সের ছবি প্রকাশ হয়েছে সেটি অনুসারে এই ফোনে ৬.৭১ ইঞ্চির ডিসপ্লে থাকবে। রেডমি এ২ ফোনে ছিল ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে। অতএব নতুন ফোনে বড় ডিসপ্লে থাকতে চলেছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। রেডমি এ৩ ফোনে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। সঙ্গে থাকবে ৪ জিবি র্যাম। রেডমি এ৩ ফোনে ৩২ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ছিল। অর্থাৎ আগের ফোনের তুলনায় স্টোরেজের পরিমাণও বেশি থাকবে। এছাড়াও এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত বড় আকারের ডিসপ্লে লক্ষ্য করা যাবে রেডমি এ৩ ফোনে। এর পাশাপাশি এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক চিপসেট। সেখানে ৪জিবি ইনবিল্ট র্যাম এবং ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম থাকতে চলেছে। আর থাকবে eMMC 5.1 অনবোর্ড স্টোরেজ।
শুধু বড় ডিসপ্লে নয় রেডমি এ৩ ফোনে একটি বড় ক্যামেরা মডিউলও থাকবে। গোলাকার ক্যামেরা মডিউল থাকবে ফোনের রেয়ার প্যানেলে। ফোনের ব্যাক প্যানেলের মাঝবরাবর উপরের দিক করে সাজানো থাকবে ক্যামেরা সেনসরগুলি। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে রেডমি এ৩ ফোনে। এছাড়াও থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। কালো, নীল এবং ফরেস্ট গ্রিন- এই তিন রঙে রেডমি এ৩ ফোন লঞ্চ হবে। এই ফোনের ডিসপ্লের উপর থাকবে জলের বিন্দুর আকারের নচ। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে। এই ফোনে ডুয়াল সিমের কানেক্টিভিটি এবং অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। ফোএর ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে। ডুয়াল রেয়ার ক্যামেরা থাকবে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত একটি সেকেন্ডারি সেনসর। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট থাকবে বলেও শোনা গিয়েছে।
আরও পড়ুন- আইটেল পি৫৫ এবং আইটেল পি৫৫ প্লাস কবে লঞ্চ হবে ভারতে? কী কী ফিচার থাকতে চলেছে?