উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন , সত্যজিৎ বৈদ্য, কলকাতা : বৃহস্পতিবার, বিধানসভায় রাজ্য়ের বাজেট  ( State Budget ) পেশ করেন করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ( Chandrima Bhattacharya ) । তার আগেই, চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। ১০০ দিনের কাজ থেকে বিভিন্ন প্রকল্পে মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, ধর্না-অবস্থান করছে তৃণমূল। এর প্রতিফলন রাজ্য় বাজেটে পড়তে পারে বলে মনে করছেন অনেকে। এই প্রেক্ষাপটে বিজেপি আগেভাগেই তৃণমূলের ওপর চাপ তৈরির কৌশল নিয়েছে।   


 শুভেন্দু স্পষ্টত জানিয়েছেন, 'আমরা আশা করব, কেন্দ্রীয় হারে ডিএ (DA ) ঘোষণা হবে। আমরা আশা করব, সম কাজে সম বেতন। আমরা আশা করব, রাজস্থানের মতো পশ্চিমবঙ্গেও গ্যাস আমরা সাড়ে চারশো টাকা বা তারও কমে পাব। আমরা আশা করব, পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসে রাজ্য যে করটা সংগ্রহ করছে, ওটা নেবে না। আমরা আশা করব, ওড়িশা, বিহারের মতো পার্ট টাইম, ভোকেশনাল এবং অন্যান্য স্তরের আংশিক সময়ের অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী, তাঁদের রেগুলারাইজড করে দেবেন। '


শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেন, 'ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, তাঁদের সম্পর্কে অসংসদীয় কথা, রাজনৈতিক আক্রমণ এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করলে, সোচ্চার বিরোধিতা হবে। উচ্চ কণ্ঠে প্রতিবাদ হবে।' 


সাধারণত রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়। কিন্তু, এবার রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়নি। এই বিষয়টিকেও 'অষ্টম আশ্চর্য' বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। 


এ বিষয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের যুক্তি , 'যেহেতু বিধানসভা যেটা চলছে সেটা স্থগিত নয় মুলতুবি। একেবারে স্থগিত করে দেওয়া হলে, তারপরে রাজ্যপালের অনুমোদন নেওয়াটা মাস্ট,  নিতেই হয়। কিন্তু, মুলতুবি হলে নেওয়ার প্রয়োজন হয় না। ' 


পঞ্চায়েত ভোটের আগে ২০২৩ এর রাজ্য বাজেট ছিল রাজ্য সরকারের অ্যাসিড টেস্ট। আর তাই হয়ত, লিখিত বক্তৃতায় না থাকলেও, বাজেট ঘোষণার একেবারে শেষে, রাজ্য়ের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, ২০২৩ এর মার্চ মাস থেকে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা তিন শতাংশ হারে ডিএ পাবেন। মার্চ মাস থেকে বর্ধিত হারে DA  পেতে শুরু করেন রাজ্য় সরকারি কর্মচারীরা। এবারও কি লোকসভা ভোটের কথা মাথায় রেখে নতুন কোনও চমক দেবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ? অপেক্ষা তারই।  


আরও পড়ুন :


'লকেট চট্টোপাধ্য়ায়কে চাপিয়ে দেওয়া চলবে না', পোস্টার দিলেন 'BJP কর্মী'রাই