Redmi Smartphone: রেডমি এ৩ (Redmi A3) ফোন ভারতে লঞ্চ হতে পারে খুব তাড়াতাড়ি। যদিও নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি এ২ (Redmi A2) মডেল চলতি বছর মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল। তারই সাকসেসর মডেল হিসেবে এবার লঞ্চ হতে চলেছে রেডমি এ৩ ফোন। শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড রেডমির 'এ' সিরিজের এই ফোনের নাম ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস- এর ওয়েবসাইটে দেখা গিয়েছে বলে শোনা যাচ্ছে। আর তার থেকেই অনুমান যে এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। হয়তো নতুন বছরের শুরুর দিকে এই ফোন লঞ্চ হবে ভারতে। তবে রেডমি সংস্থার তরফে এখনও কিছু জানা যায়নি। 


চলতি বছর মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস- এই দুই ফোন


রেডমি এ২ ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা। এছাড়াও ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এর পাশাপাশি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪৯৯ টাকা। 



  • রেডমি এ২ ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে। এই ফোনে রয়েছে ৬.৫২ ইচির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • রেডমির এ২ ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। এই ফোনে রয়েছে ভার্চুয়াল র‍্যামের ফিচার। তার ফলে র‍্যামের পরিমাণ ৭ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি QVGA সেকেন্ডারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 


Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি (Samsung Galaxy A15 5G) ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং (Samsung) এই ফোনের একটি রিব্র্যান্ডেড ভার্সান (Rebraded Version) এবার লঞ্চ করতে চলেছে। নতুন ফোনের নাম হবে স্যামসাং গ্যালাক্সি এম১৫ (Samsung Galaxy M15)। এই ফোনে একটি ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকবে বলেও শোনা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের ৪জি ও ৫জি ভ্যারিয়েন্টে, দুটোতেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। অর্থাৎ এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সানে আরও শক্তিশালী ব্যাটারি থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। 


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে টেকনো পপ ৮ ফোন? কী কী ফিচার থাকতে পারে?