Success Story:দেউলিয়া পরিবারের হাল ধরতে ডেলিভারি পার্টনারেরও কাজ করেছেন, সেই তরুণই আজ Fintech সংস্থার CEO...

Who Is Kunal Shah:এভাবেও লড়ে যাওয়া যায়?Fintech, CRED-র চিফ এগজিকিউটিভ অফিসার, কুণাল শাহের গল্প শুনলে বিশ্বাস করা কঠিন। কিন্তু কেন?

Continues below advertisement

কলকাতা: এভাবেও লড়ে যাওয়া যায়? কুণাল শাহের (Kunal Shah Inspirational Story) গল্প শুনলে বিশ্বাস করা কঠিন। মনে নানা প্রশ্নও আসে। কিন্তু সব প্রশ্ন, ধন্দ কাটিয়ে সে দিনের সেই ডেলিভারি এজেন্ট ছেলেটাই যে আজ Fintech, CRED-র চিফ এগজিকিউটিভ অফিসার, তা অস্বীকার করার জায়গা নেই। আজ্ঞে হ্য়াঁ, ডেলিভারি এজেন্ট থেকে ফিনান্সিয়াল টেকনোলজি সংস্থার সিইও হয়ে ওঠার এই অভিজ্ঞতার পরতে পরতে রয়েছে অদম্য জেদ ও পরিশ্রমের স্তর।

Continues below advertisement

ফিরে দেখা...
ওয়াকিবহাল প্রত্যেকে কম-বেশি জানেন, CRED ঠিক কী কাজ করে। এটি এক ধরনের Fintech বা ফিনান্সিয়াল টেকনোলজি সংস্থা। ভারতীয় এই সংস্থার মূল দফতর বেঙ্গালুরুতে। গুগল জানাচ্ছে, ২০১৮ সালে, কুণাল শাহ-ই এই সংস্থা প্রতিষ্ঠা করেন। কিন্তু ডেলিভারি এজেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর থেকে সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও হয়ে ওঠার রাস্তা মোটেও সহজ ছিল না। আইআইএম বা কোনও বিজনেস স্কুলের ডিগ্রির জাঁকজমন নেই। লেখাপড়া বলতে মুম্বইয়ের উইলসন কলেজ থেকে দর্শনে স্নাতকের ডিগ্রি। এত বিষয় থাকতে দর্শন কেন? হালেই দিল্লির এক কফি শপে আলাপচারিতায় এর উত্তরে কুণাল যা জানিয়েছেন, তা চমকে ওঠার মতো।
পরিবার তখন ঋণভারে জর্জরিত। তাঁদের পাশে দাঁড়াতে তরুণ কুণালকে ডেলিভারি পার্টনার এবং ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতে হত। এসব সামলে একমাত্র দর্শনের ক্লাসগুলোই এমন সময়ে ছিল, যা করা তাঁর পক্ষে সম্ভব হয়। তাই এই বিষয়টি বেছে নিয়েছিলেন।তার পর? পরিশ্রম ও জেদের কাছে কঠিন পরিস্থিতি যে হার মানতে বাধ্য, তা আরও একবার প্রমাণ করে দেন কুণাল। দিল্লির কফিশপে খোলামেলা আলাপচারিতায় নিজের ফেলে আসা কঠিন দিনগুলির যে কথা তিনি শুনিয়েছিলেন, তা সোশ্যাল মিডিয়ায় আসতেই তুমুল শোরগোল।

সোশ্য়াল মিডিয়ায় শোরগোল...
কেউ লেখেন, 'পরিশ্রম করলে সাফল্য আসবেই। কেউ আগে শুরু করেন, আগেভাগে সাফল্যের স্বাদ পেয়ে থেমেও যান।কেউ কেউ দেরিতে শুরু করেন, কিন্তু চলতে থাকেন।' আর এক জনের আবার মন্তব্য, 'কুণালের এই দিকটা জানা ছিল না...তবে উনি কে যে মাঝেমধ্যে ভাবুক হয়ে পড়েন, সেটা বুঝতে পারলাম।' CRED CEO-র এই অনন্য অভিজ্ঞতার মধ্যে অনুপ্রেরণার সব রকম রসদ পেয়েছেন নেটিজেনদের কেউ কেউ। তবে শুধু কুণাল নন, তাঁদের মতে, এমন বহু মানুষ রয়েছেন যাঁরা নিয়ত প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়ে এগিয়ে যাচ্ছেন। তাঁদের সকলকে কুর্নিশ জানিয়ে আরও একবার আলোড়ন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন:মাধ্যমিকের জন্য তৈরি সেলে কেন TMC নেতা? প্রশ্ন তুলে বিস্ফোরক বিজেপি বিধায়ক

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola