World Malaria Day 2024 Significance: খুব পরিচিত যে প্রাণীটির উপদ্রব সহ্য করতে করতে জীবনের একটি বড় অংশ কেটে যায়, তা হল মশা। আর এই মশার থেকেই নানা রোগ ছড়ায় প্রতি বছর। রোগগুলির ব্যাপকতা এতটাই যে খবরের শিরোনামে পর্যন্ত তা আসে। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগ ঘটাতে পারে মশা। আর এই মশাবাহিত রোগগুলির ব্যাপারে সচেতন করতেই পালন করা হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস। প্রতি বছর ২৫ এপ্রিল এই দিনটি পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই দিনটির জন্য একটি থিমও নির্বাচন করা হয়ে থাকে। তবে এই ম্যালেরিয়া দিবসের পিছনে রয়েছে একটি দীর্ঘ ইতিহাস, এক মহাদেশের ইতিহাস। কী সেটি ? জেনে নেওয়া যাক।


আফ্রিকাতেই প্রথম শুরু 


২০০১ সাল থেকে আফ্রিকার সরকার এই বিশেষ দিনটি পালন করে। তবে সেই সময় দিনটি বিশ্ব ম্যালেরিয়া দিবস ছিল না। ছিল আফ্রিকা ম্যালেরিয়া দিবস। ২০০৮ সালে তার নাম বদল হয়। নেপথ্যে ছিল একটি আন্তর্জাতিক বৈঠক। ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ৬০তম অধিবেশনে আফ্রিকার এই বিশেষ দিনটিকে আন্তর্জাতিক দিবসের মর্যাদা দেওয়ার প্রস্তাব ওঠে। সেই থেকেই প্রতি বছর ২৫ এপ্রিল পালিত হয়ে আসছে বিশ্ব ম্য়ালেরিয়া দিবস।


দিনটির তাৎপর্য


বিশ্ব ম্যালেরিয়া দিবস মূলত মশাবাহিত রোগটি নিয়ে সচেতনতা প্রচারের উদ্দেশ্যেই পালন করা হয়। এই দিনটির জন্য চলতি বছর যে থিম নির্বাচন করা হয়েছে তা হল - একটি বৈষম্যহীন বিশ্ব গড়ে তুলতে ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে হবে। চলতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের ভাবনা ছিল মাই হেলথ মাই রাইট। অর্থাৎ আমার স্বাস্থ্য আমার অধিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দক্ষিণপূর্ব এশিয়াতে হু-র রিজিওনাল ডাইরেক্টর সাইমা ওয়াজেদ বলেন, ম্যালেরিয়া প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসায় যে বৈষম্য রয়ে গিয়েছে, তাকে অবিলম্বে দূর করতে হবে। এখান থেকেই স্পষ্ট হয়ে যায় দিনটির মূলসুর। ম্যালেরিয়া রোগ দূরীকরণে প্রতিটি সরকারের ভূমিকা মনে করিয়ে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর সেই উপলক্ষ্যেই এই দিনটি উদযাপন। রোগ শনাক্তকরণ ও চিকিৎসায় যাতে বৈষম্য না থাকে, তার বার্তা দেয় এই বিশেষ দিনটি।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Health News: বাজারের প্যাকেট মশলায় মশলা ছাড়া আর কী থাকে, কী ক্ষতি হয় তাতে ?