Best Valentine's Day Gift: আগামী ১১ ফেব্রুয়ারি থেকে Amazon-এর সেলে Redmi-র নতুন বাজেট ফোন কিনতে পারবেন। 15 হাজারের কম দামে দারুণ ফিচার পাবেন এই ফোনে। এই ডিভাইসে রয়েছে 50MP ক্যামেরা, ফাস্ট চার্জিং ব্যাটারি। ফোনে রয়েছে তিনটি ভ্যারিয়েন্ট। যার মধ্যে 4GBRAM + 64GB স্টোরেজের দাম 12,499 টাকা। 6GBRAM + 64GB 
স্টোরেজের দাম 13,499 টাকা ও 6GBRAM + 128GB স্টোরেজ ফোনের দাম 14,999 টাকা। ব্যাঙ্ক অফ বরোদা কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই ফোনে 1000 টাকার সঙ্গে সঙ্গে ছাড় দিচ্ছে কোম্পানি৷


এই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন অ্যামাজনের ডিল ও অফার


Redmi Note 11-এর ফিচার :


ফটোগ্রাফির জন্য এতে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।


সঙ্গে পাবেন আরও একটি 50-মেগাপিক্সেলের কোয়াড-ক্যামেরা। 
8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ছাড়াও 2MP ম্যাক্রো ও 2MP ডেপথ ক্যামেরা রয়েছে ফোনে। 
এছাড়াও সেলফির জন্য এতে একটি 13-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবেন ক্রেতা। 


রেডমি নোট ১১ কিনতে ক্লিক করুন এই লিঙ্কে


পাওয়ারের জন্য এতে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে। যা 33W দ্রুত চার্জিং সাপোর্ট করে।


ফোনে একটি 6.43 ইঞ্চি FHD AMOLED স্ক্রিন রয়েছে। এর স্ক্রিন সূর্যের আলো অনুযায়ী উজ্জ্বলতা বাড়াতে বা কমাতে সক্ষম।
এছাড়াও ফোনে সেরা অডিওর জন্য একটি ডুয়েল স্পিকার পাবেন। 
ফোনে একটি QUALCOMM Snapdragon 680 প্রসেসর দিয়েছে কোম্পানি।
এই ডিভাইসটি কালো, সাদা ও নীল রঙে পাওয়া যায়।


তবে এখনই পাওয়া যাবে না এই ফোন। এরজন্য আপনাকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। অ্যামাজনেই পাওয়া যাবে এই ফোন। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে এই ফোন পাওয়া যাবে অ্যামাজনের সেলে।


রেডমি নোট ১১ কিনতে ক্লিক করুন এই লিঙ্কে


Amazon Sale: ভ্যালেন্টাইন ডে-তে হতে পারে সেরা উপহার, প্রিয়জনকে দিন এই ফোন


Amazon Offer On iPad: ভ্যালেন্টাইনস ডে-তে হতে পারে সেরা উপহার, আরও কম দামে আইপ্যাড