Redmi Note 11 Pro+5G on Amazon: অ্যামাজনে দারুণ ছাড় সহ পাওয়া যাচ্ছে Redmi-র নতুন ফোন। সম্প্রতি ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার সহ Redmi Note 11 Pro + 5G এনেছে চিনা কোম্পানি। এই ফোনে রয়েছে একটি 108MP ক্যামেরা ও 67W দ্রুত চার্জিং ব্যাটারি। মাত্র 15 মিনিটে 50% এর বেশি চার্জ হয়ে যায় এই ফোনে। 5G নেটওয়ার্ক সাপোর্ট করে এই ডিভাইস। 


Redmi Note 11 Pro + 5G: ফোনের দাম কত ?
এই ফোনের দাম 24,999 টাকা। যদিও 16% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এই ফোন। এর পরে আপনি এটি 20,999 টাকায় কিনতে পারবেন। এই ফোনের তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে প্রথমটি 6GB RAM + 128GB, দ্বিতীয়টি 8GB RAM + 128GB ও তৃতীয়টি 8GB RAM + 256GB-র। HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে এই ফোনটি কিনলে আপনি 1000 টাকার তাত্ক্ষণিক ক্যাশব্যাক পাবেন। পাশাপাশি HSBC কার্ড দিয়ে পেমেন্ট করলে 5% পর্যন্ত তাত্ক্ষণিক ক্যাশব্যাক রয়েছে ফোনে।


Redmi Note 11 Pro + 5G:ফোনের ক্যামেরা কেমন ?


ফটোগ্রাফির জন্য এতে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। 2MP ম্যাক্রো ও 2MP ডেপথ ক্যামেরা সহ একটি 108MP প্রো গ্রেড ক্যামেরা রয়েছে ফোনে। এছাড়াও সেলফির জন্য এতে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।


Redmi Note 11 Pro+5G-এর বৈশিষ্ট্য
ফোনে পাবেন একটি 5,000mAh ব্যাটারি। যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যার কারণে এই ফোনটি 15 মিনিটের মধ্যে 51% ও 42 মিনিটে সম্পূর্ণ চার্জ করা যায়। ফোনে 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এর স্ক্রিন সূর্যের আলো অনুযায়ী উজ্জ্বলতার সামঞ্জস্য বজায় রাখে। এছাড়াও সেরা অডিওর জন্য ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে ফোনে। এই ডিভাইসে পাবেন EVOL Pro ডিজাইন। ফোনটিতে স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। ফোনে ডুয়াল 5G সিমের বিকল্প রয়েছে। এই ফোনে অ্যালেক্সা বিল্ট ইন রয়েছে যাতে এটি শুধুমাত্র ভয়েস কমান্ড দিয়ে চালানো যায়। ফোনে তিনটি রঙে লঞ্চ করা হয়েছে, যাতে কালো, নীল ও সাদা বিকল্প রয়েছে।