Xiaomi Redmi Series: শীঘ্র্ই বাজারে নতুন সিরিজ আনছে রেডমি। মিডিয়া রিপোর্ট বলছে, কোম্পানি শীঘ্রই Redmi Note 11 SE নামে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। লঞ্চ হওয়ার আগেই ফোনটির অনেক ফিচার সামনে চলে এসেছে। Redmi Note 11 SE-তে ৫০০০ এমএএইচের ব্যাটারি দেওয়া হতে পারে। এর সঙ্গে ফোনে পাবেন ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। জেনে নিন, এই স্মার্টফোনের অন্যান্য বৈশিষ্ট্য।


Redmi Note 11 SE এর সম্ভাব্য বৈশিষ্ট্য
6.43 ইঞ্চি স্ক্রিনের Redmi Note 11 SE ফোনে ফুল HD + সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এছাড়াও ফোনে পাবেন 1080×2400 পিক্সেল রেজোলিউশন। এই ফোনে 90 হার্টজের রিফ্রেশ রেট পাওয়া যাবে বলে খবর।


কোম্পানি Redmi Note 11 SE ফোনে MediaTek Helio G95 octa core প্রসেসর ইনস্টল করতে পারে।
ক্যামেরা সম্পর্কে কথা বললে কোম্পানি Redmi Note 11 SE ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ দিতে পারে। 
এই স্মার্টফোনটিতে 64 MP মেইন ব্যাক ক্যামেরা, 8 MP সেকেন্ড আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 MP থার্ড ডেপথ ক্যামেরা ও ফ্ল্যাশলাইটের সঙ্গে 2 MP চতুর্থ ম্যাক্রো ক্যামেরা দিতে পারে।


ফ্রন্ট ক্যামেরার কথা বললে, Redmi Note 11 SE ফোনে একটি 13 MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।


এ ছাড়াও কোম্পানি Redmi Note 11 SE ফোনে 8 GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ দিতে পারে।


Redmi Note 11 SE ফোন Android 11 বা Android 12 এর সঙ্গে লঞ্চ করা হতে পারে।


Redmi Note 11 SE তে 5,000 mAh ব্যাটারি দিতে পারে কোম্পানি। 
এর সঙ্গে ফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাও পাওয়া যাবে।


Redmi Note 11 SE ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম, 3.5 মিমি জ্যাক, ওয়াই-ফাই ও ব্লুটুথ 5.1-এর মতো সব বৈশিষ্ট্যও 
পাওয়া যাবে।



দ্রষ্টব্য: Redmi Note 11 SE-এর এই সব বৈশিষ্ট্যগুলি মিডিয়া রিপোর্টের মাধ্যমে জানা গেছে। কোম্পানি এখনও এই ফোনের ভারতে লঞ্চ বা এর বৈশিষ্ট্য সম্পর্কে কোনও তথ্য দেয়নি।